কলকাতা 

ভোট পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের পাল্টা হলফনামা ৫দিনের মধ্যে রাজ্যকে হাইকোর্টে জমা দিতে হবে নির্দেশ আদালতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টে অনেক তথ্য ভুল আছে বলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দাবি করল রাজ্য সরকার । সরকারের পক্ষ থেকে এর পাল্টা হলফনামা জমা দেওয়ার আবেদন করা হয় । সেই আবেদন মেনে নিয়ে কলকাতা হাইকোর্ট আগামী ৫ দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় । উল্লেখ্য, ‘ভোট পরবর্তী হিংসা’ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন কলকাতা হাই কোর্টে সাড়ে ৩ হাজার পাতার একটি রিপোর্ট জমা দিয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল।

রাজ্য সরকারের অভিযোগ, ‘ভোট পরবর্তী হিংসা’ নিয়ে যে তদন্ত করা হয়েছে তাতে অনেক ত্রুটি রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে তাতে ভোটের আগের গণ্ডগোলেরও উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির দাবি, কমিশনের এই রিপোর্টের একটি রাজনৈতিক দিক রয়েছে।

Advertisement

রাজ্য সরকারের অন্য আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তুলেছেন, জাতীয় মানবাধিকার কোনও তদন্তকারী সংস্থা না হওয়া সত্ত্বেও তাদের দিয়ে কেন তদন্ত করানো হল। কমিশনের রিপোর্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা হলফনামা জমা দেওয়া কথা আদালতে জানিয়েছে রাজ্য। আদালত রাজ্যের সেই দাবি মেনে নিয়েছে। এই হলফনামা জমা দেওয়ার জন্য রাজ্যকে ৫ দিনের সময়সীমা দিয়েছে আদালত। তবে রাজ্যের যে এটা শেষ সুযোগ তা-ও জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ