জেলা 

ফুরফুরা শরীফ সহ হুগলি জেলার বিভিন্ন প্রান্তে করোনা বিধি মেনেই ঈদ-আযহা যথাযথ মর্যাদা সহকারে পালিত হয়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : হুগলির ফুরফুরা শরীফ এবং সংলগ্ন গ্রাম গুলোতে করোনা বিধি মেনে ইদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয় বুধবার ।কোথাও সকাল ছটা কোথাও ৬.৩০. ৭.০০, ৭.৩০ মিনিটে ঈদ উল আজহার নামাজের পর পশু কুরবানি করা হয় ।এই দিন গুড়গুড়ি পোতা গ্রাম ও বারামবা গ্রামে  আহলে হাদিস জামাতের মহিলা ও পুরুষ ঈদ উল আজহার নামাজ আদায় করেন।

হরিপাল থানার অন্তর্গত খোদসরা  গ্রামের সেখ ফাউজান এখন সবার খবরের সিইও সেখ আবদুল আজিম এর নাতি গুড়গুড়ি পোতা গ্রামে ঈদ উল আজহার মোবারক বাদ জানাতে আসে তার আববাজি ও চাচাজির সাথে ।

Advertisement

এছাড়াও হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ঈদ-উল-আযহার নামাজ করোনা বিধি মেনে পালিত হয় । ফুরফুরা শরীফের বিভিন্ন মসজিদের মর্যাদার সঙ্গে এদিনটি পালিত হয় । এছাড়া হুগলির বাসুবাটি দরবার শরীফেও ঈদ-উল-আযহার নামাজ করোনা বিধি মেনে পড়া হয় ।

ছবি : ফাইল চিত্র ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ