কলকাতা 

একুশে জুলাইয়ের ভার্চুয়ালি সভা থেকে বিজেপিকে দিল্লি থেকে সরানোর আহ্বান মমতার, বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের নেতারা শুনলেন মমতার ভাষণ, ইউনাইটেড ইন্ডিয়া গঠন শুধু সময়ের অপেক্ষা!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : ২১শে জুলাই এর শহীদ দিবসের মঞ্চ থেকে কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতাসীন হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ আরো তীব্র হয়েছে। দেশ থেকে বিজেপিকে সরাতে হবেই এই শপথ নিলেন আজকের ভার্চুয়াল সভাতে।

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকার কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ফোন ট্যাপ করা হচ্ছে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না । এই ধরনের সরকারকে টিকিয়ে রাখা যায় না।  মমতা বন্দোপাধ্যায় বলেন আর দেরি নয় এবার শপথ নিতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে বিজেপিকে সরাতে হবে।

Advertisement

আজকের শহীদ দিবসের সভা সমগ্র দেশ জুড়ে ভার্চুয়ালি প্রচার করা হয়েছে। দেশের১০টি রাজ্যের জেলায় জেলায় এলইডি স্ক্রিন লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণকে প্রচার করা হয়েছে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য উপস্থিত ছিলেন প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি। কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম থেকে শুরু করে শিবসেনার প্রতিনিধি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হাজির হয়েছিলেন। এ দেখে স্পষ্ট হয়ে গেছে ২০২৪ এর লোকসভা নির্বাচনে ইউনাইটেড ভারতের সঙ্গে লড়াই হবে মোদি। সেই ইউনাইটেড ভারতের নেতৃত্ব দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জনরব বারবার যে কথা বলে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হবে মোদি বিরোধী জোট একুশে জুলাই এর সমাবেশ থেকে তা স্পষ্ট হয়ে গেল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাতে  দিল্লির কনস্টিটিউশন ক্লাবে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। সেই ক্লাবে এদিন অভিনব বিরোধী জোটের সাক্ষী রইল গোটা দেশ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, দিগ্বিজয় সিং, এনএসপি প্রধান শরদ পওয়ার, নেত্রী সুপ্রিয়া সুলে, সমাজবাদি পার্টি নেত্রী জয়া বচ্চন। উপস্থিত ছিলেন রামগোপাল যাদব, ত্রিরুচি শিবা, কেশব রাও (টিআরএস), সঞ্জয় সিং, মনোজ ঝাঁ, প্রিয়ঙ্কা চতুর্বেদী (শিব সেনা), বলবিন্দর সিং ভাণ্ডারি (অকালি দল)। রাজনৈতিক মহল বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের সলতে এদিন পাকিয়ে ফেলল তৃণমূল।

বিজেপি বিরোধী জোটের নেত্রী হিসাবে প্রকৃতপক্ষে স্বীকৃতি পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জনরব বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর হবে ঐতিহাসিক। সেই ঐতিহাসিক সফরের দিকে লক্ষ্য রেখে  মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন, “বাংলা দেখিয়েছে। সব রাজ্যকে বলছি, যান নিজেদের নেতাদের বোঝান। সবাই মিলে ফ্রন্ট বানান। রোগী মৃত্যুর পর ডাক্তার আসলে কোনও লাভ হয় না। এখন আর সময় নেই। ২৬, ২৭, ২৮ এর মধ্যে কোনও মিটিং ডাকতে পারলে ডাকুন। সবাইকে মিলিয়ে আমরা ইউনাইটেড ইন্ডিয়া করতে চায়।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ