জেলা 

রাজারহাট গোপালপুর এলাকার শিল্পীদের জন্য সংগঠন গড়ার উদ্যোগ বিধায়িকা অদিতি মুন্সীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : শিল্পীদের জীবন ব্যাহত। এবার তাদের জন্য নতুন পদক্ষেপ শিল্পী, বিধায়ক অদিতি মুন্সীর। গতকাল মঙ্গলবার দমদম নাগের বাজার এলাকায় (গোপালপুর নিউটাউন, রাজারহাট)এলাকায় সমস্ত শিল্পীর জন্য এবার এক সংগঠন তৈরীর উদ্দোগ নিচ্ছেন বলে জানান অদিতি মুন্সী। যে সংগঠনের দ্বারা সমস্ত শিল্পী জগত নিজেদের সমস্যা, কাজ ইত্যাদি জানাতে পারেন ও নতুন কাজের সুযোগ পেতে পারেন।

আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হবে এই সংগঠনের নাম। সাথে সমস্ত শিল্পীজগতকে সম্মান জানাতে খুব শীঘ্রই আয়োজন করা হবে এক অনুষ্ঠানের।ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওই এলাকার সমস্ত শিল্পী(লেখক, গায়ক, অভিনেতা) প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচু রায়(দমদমের প্রাক্তন চেয়ারম্যান), (বিধায়ক অদিতি দাশমুন্সী )স্মিতা পারামানিক (সংগীতশিল্পী), সুদেব দে (মান্নাদের বংশধর), গৌতম দাস (সংগীতশিল্পী) প্রেমেন্দ্র ঘোষ (তবলা বাদক), ডঃ তাপস দাস,উপস্থিতি ছিলেন। রাজারহাট রাজারহাট গোপালপুর পৌরসভার উদ্যোগে শিল্পীদের জন্য একটি ফোরাম গঠন করা হয় তার মেন উদ্যোক্তা বিধায়িকা অদিতি দাশ মুন্সী। বিভিন্ন শিল্পীদের সংবর্ধনা দেয়া হয় এই অনুষ্ঠানে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ