জেলা 

সু- শৃঙ্খলা ইসলামের তথা ইমানের অঙ্গ, ঈদের জামাতে এই বার্তা দিলেন ল্যাডলো মসজিদের ইমাম ক্বারী আমানউল্লাহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এম.এ. মনু : উলুবেড়িয়া এলাকায় বিভিন্ন ভাষার মানুষের সব থেকে বড় ঈদ-উল-আযহার নামাজের জামাত হয়, ল্যাডলো জুট মিল মসজিদে। এই নামাজে ইমামতি করেন ক্বারি আমানউল্লাহ সাহেব। প্রতি বছরের মতো এ বছরও তাঁর তত্বাবধানে করোনা নিয়ম বিধি মেনে, ঈদ-উল-আযহার নামাজ পালিত হয়।

ইমাম ক্বারী আমানউল্লাহ তাঁর ভাষণে বলেন, সু- শৃঙ্খলা ইসলামের তথা ইমানের অঙ্গ, মুসলমান শুধু একটা জাতির জন্য প্রার্থনা করে না, সমস্ত বিশ্বের মানুষের জন্য প্রার্থনা করে। ইসলাম ধর্মে ভেদাভেদের কোন স্থান নেই,।সাধারণ মানুষকে সচেতনতা বাড়াতে ব্যানার, ফেসটুনে প্রচার করেন।

Advertisement

এদিন আবারও সচেতন বার্তা দেন, এই বলে যে, আমরা এমন কাজ করবো না, যাতে করে অন্য কোন মানুষের ভাবাবেগে আঘাত লাগে এবং শৃঙ্খলা ভগ্ন হয়। তিনি সকলকে করোনা বিধি মেনে চলার পরামর্শ দেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ