কলকাতা 

ডিসি-ইএসডি অফিসে সাত সকালে আগুন !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পবিত্র ঈদ-উল-আযহার দিন সাত সকালেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের অফিসে আগুন লাগল । দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ ফুলবাগানে কলকাতা পুলিশের ডিসি অফিসে আগুন লাগে। এই অফিসের দোতলায় আগুন লেগে যায়। আগুনের ফুলকি ছিটকে বেরোতেই কর্তব্যরত পুলিশ কর্মীরা দমকলে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। আগুন অবশ্য এখন নিয়ন্ত্রণে চলে এসেছে।

দমকল সূত্রে খবর, প্রাথমিক দমকল কর্মীরা মনে করছেন শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। একঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। তবে গোটা অফিস কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছিল বলে কোথাও পকেট ফায়ার লুকিয়ে রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ