কলকাতা 

উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ চললেও আদালতের অনুমতি ছাড়া নিয়োগ করা যাবে না,নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উচ্চ প্রাথমিক এর ইন্টারভিউ এর তালিকায় অস্বচ্ছতা রয়েছে এই অভিযোগ করে কয়েকজন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। এরা প্রথমে সিঙ্গেল পৌঁছে গিয়েছিল সিঙ্গেল বেঞ্চ এদের কথা না শোনায় এরা ডিভিশন বেঞ্চে যায়। আজ মঙ্গলবার এই মামলার শুনানি হয় সেখানে বিচারপতিরা বলেন উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া যেমন চলছে তেমনি চলবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এক্ষুনি চালু করা যাবে না কাউকে নিয়োগ দিতে হলে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে।

এর ফলে আবার বিশবাঁও জলে আটকে গেল উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া।কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ আজ মঙ্গলবার নির্দেশ দেন ইন্টারভিউয়ে নির্বাচিত সদস্যদের বিস্তারিত database তৈরি করতে হবে। পাশাপাশি, যাঁরা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হননি বলে ক্ষোভ রয়েছে, তাঁদেরও লিখিত পরীক্ষার ব্রেক-আপ নম্বর এবং শুনানির বিস্তারিত তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এরপর সেই দুটি তথ্যভাণ্ডার হাই কোর্টে জমা দিতে হবে। তা ভালভাবে খতিয়ে দেখে তবেই শিক্ষক নিয়োগের অনুমতি দেবেন বিচারপতিরা।তবে তার মধ্যে মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ জানিয়ে দিল, ইন্টারভিউ নিতে কোনও বাধা নেই। প্যানেলও তৈরি করা যাবে। কিন্তু নির্বাচিত শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ