কলকাতা 

ঈদ-উল আযহার জামাতে সংখ্যালঘু- দলিতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ক্বারী ফজলুর রহমান

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : অসমের নাগরিক পঞ্জি ইস্যুতে সমগ্র দেশজুড়ে চলা বির্তকের প্রভাব এবার ঈদ-উল-আযহার জামাতে পড়েছে। দেশের সাম্প্রতিক ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতার সবচেয়ে বড় ঈদের জামাতের ঈমাম জনাব ক্বারী ফজলুর রহমান । তিনি ঈদের সালাতের আগে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সময়ের প্রেক্ষিতে সমগ্র দেশের মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। একই সঙ্গে দেশের কিছু স্বার্থান্বেষী মানুষ আমাদের ঐতিহ্য ও পরম্পরাকে ভাঙার চেষ্টা করছে বলেও  তিনি অভিযোগ করেছেন । তিনি বলেছেন, দেশের এই সংকটের  সময় মুসলিম যুবকদের সজাগ থাকতে হবে । সময়  নষ্ট না করে ভোটার লিষ্ট সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর আমাদের প্রত্যেকের নাম এই লিষ্টে আছে কিনা দেখে নিতে হবে । পাড়ায় পাড়ায় গিয়ে এ ব্যাপারে খোঁজ-খবর নিতে হবে । কারণ সম্প্রতি কর্ণাটকে সাত লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল ভোটার লিষ্ট থেকে । এ খবর জানার পর ওই রাজ্যের কিছু যুবকের ঐকান্তিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত বাদ যাওয়া নামগুলি ভোটার লিষ্টে তোলা সম্ভব হয়েছিল।

তাই তিনি এদিন ঈদের ভাষণে বলেন, সেদিন শেষ হয়ে গেছে যেদিন আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম, আজ আমাদের প্রতি নিয়ত সজাগ থাকতে হবে । এদেশ আমার জন্মভুমি, এখানে যাতে হিন্দু-মুসলমান, শিখ ,খ্রিষ্টান সকলে শান্তিপূর্ণ ভাবে বাস করতে পারে সেদিকে নজর দিতে হবে । কোনভাবেই শান্তি বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Advertisement

ঈদের নামাজের পর বিশেষ প্রার্থনাতেও মহান আল্লাহর কাছে এদেশের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বন্ধন যাতে অটুট থাকে তার জন্য দোয়া করা হয় । ওয়াকিবহাল মহল মনে করছেন, সাম্প্রতিক কালে অসমের নাগরিক পঞ্জি থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া ও দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে খবর আসছে তা নিয়ে এই রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা যে উদ্বিগ্ন তা ঈমামে- ঈদাইনের বক্তবে ধরা পড়েছে।

 

 

 

 


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 1 =