কলকাতা 

মমতার এবারের দিল্লি যাত্রা ভারতের রাজনীতিতে এক মাইলস্টোন হিসাবে চিহ্নিত হবে ! কেন ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : বিজেপিকে এবারের বিধানসভা নির্বাচনে হারিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন জনপ্রিয়তার নিরিখে তাঁকে হারানোর সাধ্য মোদীর নেই । কারণ বাংলার নির্বাচনে মূল লড়াই ছিল মোদী-শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের । একদিকে বিজেপি দল কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় থাকার সুবাদে সমস্ত এজেন্সীকে কাজে লাগিয়ে ছিল , অন্যদিকে প্রচুর অর্থ ব্যয় করে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বিজেপি । ফলে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ মমতার বিরুদ্ধে প্রচার করেছিল । আর যে কটি সংবাদ মাধ্যম নিরপেক্ষতার দাবি করেছিল তারও ঘুরিয়ে বিজেপিকে সবচেয়ে বেশি প্রচার দিয়েছে ।

মোদী অমিত শাহর বক্তব্যকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তা কল্পনাতীত ছিল । এমনকি মমতা বন্দ্যোপাধ্যয় প্রতিটি বক্তব্যকে ব্যঙ্গ করেছিল মিডিয়া । গনমাধ্যমগুলি এমনভাবে বিজেপিকে তুলে ধরেছিল তাতে মনে হয়েছিল বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র । অন্যদিকে বাম-কংগ্রেস বরাবরই বলে আসছিল তারা নিয়ন্ত্রক শক্তি হবে । তারা মমতা এবং বিজেপিকে এক করে তুলে ধরার চেষ্টা করেছিল । আর এতে সাধারণ মানুষ অনেকটাই দিশাহারা হয়ে পড়ে । অন্যদিকে রাজ্যের প্রায় সব কটি ইউটিউব চ্যানেল বিজেপিকে গুরুত্ব দিয়ে প্রচার দেয় । এ সত্ত্বেও শেষ পর্যন্ত জিতলেন মমতা ।

Advertisement

আর মমতার এই জয় সমগ্র দেশের সামনে নতুন নজীর তৈরি করল। রাতারাতি দেশের রাজনীতিতে মমতা কিংবদন্তী জননেত্রী হয়ে উঠেছেন । ফলে আগামী ২০২৪ এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে মোদী বিরোধী মুখ হতে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না । এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন । তৃতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মমতা দিল্লি যাচ্ছেন । এই দিল্লি যাত্রাতেই স্পষ্ট হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নেত্রী হিসাবে স্বীকৃতির বিষয়টি ।

যতদূর জানা যাচ্ছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও চাইছেন মোদী বিরোধী মুখ হিসাবে মমতাকে তুলে ধরতে । আর কংগ্রেস যদি প্রকাশ্যে এই ঘোষনা দিয়ে দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত জাতীয় নেত্রী হিসাবে স্বীকৃতি পেয়ে যাবেন । তাই এ মাসে মমতা র দিল্লি যাত্রা ভারতের রাজনীতিতে এক মাইলস্টোন হিসাবে চিহ্নিত হবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ