জেলা 

শিশু পাচারের অভিযোগে বাঁকুড়ার এক বেসরকারি স্কুলের প্রিন্সিপাল সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাঁকুড়া জেলার বাঁকুড়া ১ নং ব্লকে অবস্থিত সিবিএসই বোর্ডের েএক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রিন্সিপালের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ উঠল । এই অভিযোগে ওই প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে । অভিযুক্ত প্রিন্সিপাল কেকে রাজোরিয়ার বাগি রাজস্থানে । তিনি এখানে এই বিদ্যালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতেন এবং এখানেই থাকতেন ।  জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিনয় বর্মা জানিয়েছেন, দুই শিশুকন্যাকে বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়া-সহ একাধিক বেআইনি কাজকর্মে জড়িত তিনি। এবিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেও কোনও সদুত্তর মেলেনি। এই কারণেই প্রিন্সিপাল সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে । আজ সোমবার তাঁদেরকে আদালতে তোলা হবে ।

এ বিষয়ে শাসক দলের স্থানীয় নেতা  বলেন, “স্কুলের পাশেই আমাদের দলীয় কার্যালয়। গত রবিবার আমাদের কর্মীরা দেখেন চার শিশুকে জোর করে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানে তোলা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল। তার কাজকর্ম সন্দেহ জনক মনে হওয়ায় দলীয় কর্মীরা ছুটে যান। তখনই প্রিন্সিপাল পালিয়ে যান। তাতে বেড়ে যায় সন্দেহ। ওই শিশুদের উদ্ধার করা হয়। গাড়িতে থাকে কয়েকজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। প্রিন্সিপালকেও গ্রেপ্তারের দাবি ওঠে। চাপে পড়ে পুলিশ ওই প্রিন্সিপাল-সহ পাঁচ জনকে আটক করে। রাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ