কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আর্টিস্ট ফোরামের দাবি না মানা পর্যন্ত ,বাংলা সিরিয়ালের শুটিং আপাতত বন্ধই থাকবে

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আর্টিস্ট ফোরামের সদস্যদের বিভিন্ন দাবিতে শনিবার থেকে বেশ কয়েকটি বাংলা সিরিয়ালের শুটিং বন্ধ রয়েছে। ওইদিন মেকআপ করার পরেও অনেক অভিনেতাই শুটিং করেননি। সমাধান সূত্র খুঁজে বের করার জন্য রবিবার আর্টিস্ট ফোরামের সদস্যরা ও প্রযোজকদের একাংশ বৈঠক করে। কিন্তু, তাতেও কোনও সমাধান পাওয়া যায়নি।

গতকাল সকালে আর্টিস্ট ফোরামের তরফে টেকনিশিয়ান স্টুডিওতে একটি সাংবাদিক বৈঠক করা হয়। তাতে উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, দীপঙ্কর দে ও জিৎ সহ টলিউডের প্রথমসারির অভিনেতারা। সেখানে প্রযোজকদের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তোলা হয়। এরপর প্রযোজকদের সংগঠনের তরফেও পাল্টা সাংবাদিক বৈঠক করা হয়। আর্টিস্ট ফোরামের অভিযোগগুলির পালটা জবাব দেওয়া হয় সেখানে।
এদিকে, আজ বিকেলে নজরুল মঞ্চে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে বিষয়গুলিতে দুই পক্ষের সমস্যা রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা চলবে কিন্তু শুটিং আপাতত বন্ধই থাকছে বলে জানা গেছে।

Advertisement

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − thirteen =