দেশ 

জম্মু-কাশ্মীরে রাতভর গুলি যুদ্ধ চলার পর যৌথ বাহিনীর হাতে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার লিকেশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার সারারাত ধরে গুলি যুদ্ধ চলার পর, সোমবার সকালে যৌথবাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন লস্কর-ই-তাইয়েবার অন্যতম শীর্ষ কমান্ডার ইশফাক দার ওরফে আবু আক্রাম।

জম্মু-কাশ্মীরের  সোপিয়ানে পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে কুখ্যাত জঙ্গিকে খতম করা সেনার বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে সেনাবাহিনীর তরফে প্রাণহানির কোনও খবর নেই। টুইটে অপারেশনের বিস্তারিত জানিয়েছেন কাশ্মীর পুলিশের IGP বিজয় কুমার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ইশফাক দার ওরফে আবু আক্রম ২০১৭ সাল থেকে কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। লস্করের অন্যতম পদাধিকারী হিসেবে উপত্যকায় যুবকদের সন্ত্রাসের পথে টেনে আনার কাজ করছিল তলে তলে।

সম্প্রতি সন্ত্রাসদমন অভিযানে নেমে তার খোঁজ সেনাবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার থেকে তল্লাশি অভিযানে নামেন রাষ্ট্রীয় রাইফেলস (RR)ও CRPF জওয়ানরা। খবর ছিল, সোপিয়ানে (Shopian) ঘাঁটি গেড়েছে সিদিক খান নামে এক জঙ্গি। তবে তাকে খুঁজতে গিয়ে ইশফাক দারের হদিশ মিলল। রবিবার রাতভর গুলির লড়াইয়ের পর সোমবার সকালে নিহত দুই জঙ্গির দেহ উদ্ধার হয়। তার মধ্যে থেকে লস্করের শীর্ষ কর্তা ইশফাককে শনাক্ত করে যৌথবাহিনী। এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর বেআইনি অস্ত্রশস্ত্রও।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ