জেলা 

চেঙ্গাইল প্রীতি সংঘ’ এর উদ্যোগে রক্তদান শিবির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এম,এ, মনু উলুবেড়িয়া : হাওড়া জেলার চেঙ্গাইল প্রীতি সংঘ’ সারা বছর বিভিন্ন জন কল্যাণ মূলক কাজ করে থাকে। এর মধ্যে রক্ত দান শিবির অন্যতম। প্রতি বছরের মতো এ বছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোরনা পরিস্থিতিতে রক্ত সঙ্কটকালে রক্ত দান মহৎ দান। আজকের রক্ত দান শিবির ছিল সংঘের প্রয়াত সভাপতি হেমন্ত কুমার পাল, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার উৎপল ভৌমিক, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জে কে দেবের স্মরণে।

সংঘ প্রাঙ্গনে ৪০ জন মহিলা সহ মোট ৮৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন । এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার বিধায়ক তথা জাতীয় ফুটবলার বিদেশ বসু,উলুবেড়িয়া পুরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, বিশিষ্ট আইনজীবি মাসুম মিদ্দা, নারী ও শিশু কল্যণ সমিতির কর্ণধার রহিমা খাতুন, অধ্যাপিকা শিরীন মোল্লা।

Advertisement

সবার বক্তব্যের বিষয় ছিল জনহিতৌষী কাজের সাফল্যের অগ্রদূত প্রীতি সংঘ, প্রশাসন থেকে সব রকমের সাহায্য ও পাশে থাকার সংকল্প।

সংঘের সম্পাদক নূরুল মোল্লা জানালেন, আজকের শিবিরে ১২০জন রক্ত দাতা উপস্থিত ছিলেন, গ্রহিতা উলুবেড়িয়া মহাকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ক্যাপাসিটি কম থাকায় ৮২ জনের রক্ত নিতে সমর্থ হয়েছে।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় রিয়াসত হুসেন, তপন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ