দেশ 

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পার বিদায় শুধু সময়ের অপেক্ষা মাত্র!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে চলেছেন বিএস ইয়েদদুরাপ্পা। জানা গেছে বিজেপি দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএস ইয়েদদুরাপ্পা বিদায় শুধু সময়ের অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন। শোনা যাচ্ছে সেই বৈঠকে নাকি সিদ্ধান্ত হয়েছে তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুরসি ছেড়ে দেবেন। তার বদলে তার পুত্রকে কেন্দ্রীয় মন্ত্রী করতে হবে। যদিও সূত্রের খবর এই ব্যাপারে কোন রকম প্রতিশ্রুতি তিনি আদায় করতে পারেননি।

শোনা যাচ্ছে আগামী ২৬ জুলাই মুখ্যমন্ত্রিত্বের মসনদে দু’বছর পূর্ণ হবে কর্ণাটকের  মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা-র ওই দিনই হয়তো ইস্তফা দেবেন বর্ষীয়ান বিজেপি  নেতা। ক্রমশই জোরাল হচ্ছে এমন গুঞ্জন। ইয়েদুরাপ্পা নিজে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিলেও তাঁর দলেরই সিনিয়র নেতারা জানাচ্ছেন, ইয়েদুরাপ্পার প্রস্থান একেবারে পাকা। তা কেবল সময়েরই অপেক্ষা।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এবিষয়ে বলতে গিয়ে এক সিনিয়র নেতা বলেছেন, ‘‘এখন কেবল সময়ের অপেক্ষা। উনি চাইছেন দল ওঁর এক উত্তরসূরি ঠিক করুক। এবং সেটা অবশ্যই ওঁর সঙ্গে কথা বলেই। তবে কবে উনি ইস্তফা দেবেন সেই ভার কেন্দ্রীয় নেতৃত্ব ওঁর উপরেই দিয়ে রেখেছেন।’’

অপারেশন কমল এর মাধ্যমে কংগ্রেস জোট সরকারকে সরিয়ে বিজেপি বিএস ইয়েদদুরাপ্পা নেতৃত্বে সরকার গঠন করেছিল। সেই সরকারের দু বছর পূর্তি হওয়ার আগেই তা অভ্যন্তরীণ কোন্দলের জেরে মুখ্যমন্ত্রীর  বিএস ইয়েদদুরাপ্পাকে সরে যেতে হচ্ছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ