কলকাতা 

প্রাতঃভ্রমণকারীদের নিরাপত্তা খতিয়ে দেখতে ময়দানে খোদ পুলিশ কমিশনার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ময়দানে প্রাতঃভ্রমণে আসা ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবার সাদা পোশাকে ময়দানে হাজির হলেন খোদ পুলিশ কমিশনার । রবিবার ভোর ৫টায় পুলিশ কমিশনার সাইকেল চালিয়ে ময়দানে যান সৌমেন মিত্র । উল্লেখ্যম কয়েক দিন আগে দুস্কৃতিদের দৌরাত্ম্যে একজন প্রাতঃভ্রমণকারী আহত হন । তারপর থেকেই কলকাতা পুলিশ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে । আর সেই নিরাপত্তা খতিয়ে দেখতে আজ রবিবার ভোর ৫টায় ময়দানে আসেন পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা এবং ডিসি সাউথ আকাশ মোঘারিয়া ।

গত বুধবার কাকভোরে হরগোবিন্দ ব্যাস নামে এক যুবক প্রাতঃভ্রমণে গিয়েছিলেন। সেই সময় স্কুটিতে চড়ে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক  ওই প্রাতঃভ্রমণকারীর কাছে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে তাতে বাধা দেন প্রাতঃভ্রমণকারী। এরপর কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্রের কোপ দিতে থাকে তারা। তাতেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হরগোবিন্দ। সুযোগ বুঝে তাঁর কাছে থাকা সমস্ত জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বেশ খানিকক্ষণ পর রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ওই প্রাতঃভ্রমণকারীকে উদ্ধার করা হয়। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়। এই ঘটনার তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যে মহম্মদ ইমরান ওরফে তোতলা এবং সমীর হোসেন ওরফে সাব্বু নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তোতলা এন্টালি এবং সাব্বু বেনিয়াপুকুর থানা এলাকার বাসিন্দা। নিজেদের বাড়ির আশপাশ থেকেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত প্রাতঃভ্রমণকারীরা। বাড়ানো হয়েছে ময়দানের নিরাপত্তা।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ