কলকাতা 

সাত সকালে উড়ো ফোনে দমদম বিমান বন্দরে বোমাতঙ্ক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার সাত সকালে বিমানবন্দরে বোমাতঙ্কের জেরে আতংক ছড়িয়ে যাত্রীদের । এদিন সকাল ৬টা ৫০ নাগাদ দমদম বিমানবন্দরে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। তাতেই জানানো হয় দুবাই থেকে কলকাতায় আসা ফ্লাই এমিররেটসের একটি বিমানে বোমা রয়েছে। মুহূর্তের মধ্যে সে খবর চাউড় হয়ে যায়। বাড়ানো হয় নিরাপত্তা। ইতিমধ্যেই সকাল ৮টা ১০ মিনিট নাগাদ দুবাই থেকে আসা বিমানটি দমদম বিমানবন্দরে পৌঁছয়। ৮টা ৪০ মিনিট নাগাদ আবার বিমানটির আবার ফিরে যাওয়ার কথা ছিল।

তবে বোমাতঙ্কের জেরে অবতরণের পরই তাতে তল্লাশি শুরু হয়। সে কারণে আবার দুবাই উড়ে যেতে পারেনি বিমানটি। এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে কিছুই উদ্ধার হয়নি। আদৌ বিমানে কিছু রয়েছে নাকি নিছক মজা করতে কেউ এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ