কলকাতা 

মমতা দিদির ভাষণ এবার শোনা যাবে মোদীর রাজ্য গুজরাটে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এবার মোদীর রাজ্য গুজরাটে চললেন মমতা । মোদীর রাজ্য গুজরাটে এবার শোনা যাবে দিদির কণ্ঠস্বর । সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দেশের দশটি রাজ্যে তিনি তৃণমূলের সংগঠন তৈরি করবেন । সেই মতো আগামী ২১ জুলাই শহিদ দিবসের দিনে ভার্চুয়াল সভার ভাষণ শোনা যাবে এবার গুজরাটে ।

মমতার ভার্চুয়াল বক্তৃতা সম্পর্কে গুজরাটের পোস্টারে নির্দিষ্ট ভাবে ‘দিদি’ শব্দটির উল্লেখ রয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে লেখা হয়েছে ‘দিদি মমতা ব্যানার্জি’র নাম। তৃণমূলের ‘চেয়ারপার্সন’ হিসেবে তিনি ওই বক্তৃতা দেবেন বলেও উল্লেখ রয়েছে। এই ঘোষণা করছে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, গুজরাত প্রদেশ’।পর্যবেক্ষকদের বক্তব্য, ২১ জুলাইয়ের রাজনৈতিক বক্তৃতায় মমতা মোদী-শাহকে নিশানা করে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় বিঁধবেন। সেই জন্য মোদী- শাহের ‘আপন রাজ্য’ গুজরাতে তাঁর বক্তৃতা সরাসরি পৌঁছে দেওয়ার বাড়তি তাৎপর্য রয়েছে।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গোটা গুজরাত জুড়েই বড় পর্দায় মমতার বক্তৃতা শোনানোর আয়োজন হচ্ছে। সেখানে ৩৩টি জেলা। তার মধ্যে ৩২ জেলাতেই এই ব্যবস্থা থাকবে। উত্তরপ্রদেশেও এই রকম তোড়জোড় চলছে। সেখানে লখনউ ও অযোধ্যার দু’জায়গায় ব্যবস্থা এগিয়েছে। জায়গা আরও কয়েকটি বাড়ানোর চেষ্টা চলছে বলে তৃণমূলের খবর। ব্যবস্থা থাকছে তামিলনাড়ু, ত্রিপুরা ও অসমেও।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ