কলকাতা 

মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয়ের উপর হামলার ঘটনার নিন্দা করে গণতন্ত্র পুনর্নির্মাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন বিধায়ক নওশাদ সিদ্দিকী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : গতকাল শুক্রবার উত্তর ২৪ পরগনার সরবেড়িয়ায় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হন। তিনি ওই এলাকার দুঃস্থ মানুষদের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিলেন। সম্প্রতি ইয়াস ঝড়ে বিধ্বস্ত মানুষদের সাহায্য করার জন্য জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে রাজ্য সভাপতি ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে গিয়েছিলেন।

কিন্তু রাস্তায় তৃণমূল কর্মীদের হাতে তিনি আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি এক প্রেস বিবৃতিতে এই ঘটনার নিন্দা করে বলেছেন,আই এস এফ বারেবারে ভোট পরবর্তী হিংসে নিয়ে সরব হয়েছে । বিরোধী দলের কর্মীরা ঘরছাড়া, কিছু কিছু জায়গায় জরিমানা দিয়ে অথবা শাসক দলে নাম লেখানোর মাধ্যমে বাড়ি ফিরতে পারছে । আমাদের শত শত কর্মী আজও ঘরছাড়া। আমাদের বক্তব্য অনেকেই মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন এর আগে। এমনকি ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে যেখানে অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ঘরছাড়া হতে হয়েছে সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বাধীন জমিয়ত বা অন্য সংখ্যালঘু সংগঠনগুলোর ভূমিকা ছিল অত্যন্ত নেতিবাচক।

Advertisement

আজ খোদ তাঁর কনভয়ের ওপর হামলা প্রমান করে দিল পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার কতটা অবনতি ঘটেছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে দাবী জানাই এরাজ্যে গনতন্ত্রের পুনর্নির্মাণ করুন । না হলে শুধু ভোটের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে আটকাতে পারবেন না ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ