দেশ 

বিহারে বিষ মদ খেয়ে ১৬ জনের মৃত্যু, বিরোধীদের তোপের মুখে নীতীশ সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক:  বিহারে  বিষমদ খেয়ে মারা গেল ১৬ জন। শুক্রবার এমনটাই জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পশ্চিম চম্পারণ জেলায় বুধবার থেকে এপর্যন্ত বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। শুক্রবার অর্থাৎ গতকাল বিষাক্ত মদ খেয়ে প্রাণ হারিয়েছেন আটজন। চম্পারণের জেলাশাসক কুন্দন কুমার জানিয়েছেন যে মৃতরা মূলত দেউরাওয়া, জোগিয়া ও বাগাহি নামের তিনটি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় ইতিমধ্যে দুই মহিলা-সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

চম্পারণ রেঞ্জের ডিআইজি লালমোহন প্রসাদ বলেন, “আমরা ৪০ জনের বয়ান নিয়েছি। তাঁদের মধ্যে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও রয়েছে। শুরুর দিকে সবাই মদ্যপান করার কথা অস্বীকার করে। অবশ্য তারপর এক দু’জন মদ খাওয়ার কথা স্বীকার করে।” দেউরাওয়া গ্রামের বাসিন্দাদের বেশ কয়েকজনও মদ খাওয়ার কথা স্বীকার করে নেয়।

এদিকে, এই ঘটনায় নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘নেশামুক্তি’র নামে মদের অবৈধ ব্যবসা করার অভিযোগ তোলেন তিনি। বিহারে অন্তত ২০ হাজার কোটি টাকার বেআইনি মদের সমান্তরাল অর্থনীতি চলছে বলেও দাবি করেন লালু।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ