কলকাতা 

দীনেশের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ৯ অগষ্ট ভোট জানাল নির্বাচন কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভার শূণ্য আসনে আগামী ৯ অগষ্ট ভোট হবে । আজ নির্বাচন কমিশন এক বিবৃতিতে একথা জানিয়েছে । এবছর ১২ ফেব্রূয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দিয়েছিলেন ।

অন্যদিকে, তৃণমূলের মানস ভুইয়াঁ বিধানসভা ভোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশের পরে মার্চ মাসে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু সেই আসনে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি কমিশন।কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২২ জুলাই রাজ্যসভা উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৯ জুলাই পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ অগস্ট। ৯ অগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান পর্ব। সে দিনই বিকেল ৫টার পর গণনা এবং ফল প্রকাশ। উপনির্বাচনে জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ