কলকাতা 

বেতন বাড়ানোর দাবিতে ন্যাশনাল মেডিকেলে কর্মবিরতি চুক্তিভিত্তিক কর্মীদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা আবহে আজ বৃহস্পতিবার সকাল থেকে পার্ক সার্কাসের চিত্তরজ্ঞন ন্যাশনাল মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে । এতে বেশ খানিকটা চাপে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে এই সব চুক্তিভিত্তিন কর্মীরা দীর্ঘদিন  একই ধরনের কাজের জন্য স্থায়ী কর্মীদের সমতুল বেতন দেওয়ার দাবি জানিয়ে আসছিল । হাসপাতাল কর্তৃপক্ষ সেই দাবি না মানায় আজ থেকে তারা কাজ বন্ধ করে দিয়েছে ।   ফলে হাসপাতালে কাজকর্ম ব্যাহতও হচ্ছে। তবে কর্তৃপক্ষের আশা, আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলা যাবে।

ঠিকাকর্মীদের একাংশের বক্তব্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের আগেও এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে দাবিপত্র পেশ করেছিলেন তাঁরা। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দু’মাস কেটে যাওয়া সত্ত্বেও দাবি পূরণ না হওয়ায় প্রতিবাদে নেমে নিজেদের কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিক্ষোভে অংশ নেওয়া এক কর্মী বৃহস্পতিবার বলেন, ‘‘কারও বেতন সাড়ে ৭ হাজার। কারও বেতন ১০ হাজার। এই মাইনেতে চলছে না। সকালে যাঁরা ওয়ার্ডে কাজ করেন, তাঁদের বেতন সাড়ে ১০ হাজার করা হলেই আমরা ফের কাজ চালু করব।’’
প্রসঙ্গত, মূলত হাসপাতালের ওয়ার্ডেরই কাজকর্ম করে থাকেন গ্রুপ ডি কর্মীরা। কোভিড পরিস্থিতির মধ্যে হাসপাতালের কাজ বন্ধ হয়ে গেলে রোগীরা বড় সমস্যায় পড়তে পারেন। ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সূত্রের খবর, বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চালিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে।
তবে আলোচনা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যে শুরু হয়নি তা জানা গেছে । এই পরিস্থিতিতে কর্মবিরতি চলতে থাকলে হাসপাতালের পরিষেবা যে বিঘ্নিত হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ