দেশ 

‘দিদি আ রহি হ্যায়’ এই শ্লোগানকে সামনে রেখে উত্তরপ্রদেশে কংগ্রেসকে চাঙ্গা করতে চায় প্রিয়াঙ্কা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশ জুড়ে প্রচার চলছে ‘দিদি আ রহি হ্যায়’। যেকোনো মানুষের শুনে মনে হবে যেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে কোনো র‌্যালী করতে যাবেন । কিন্ত এই হ্যাশটাগ প্রচারের মধ্যে মমতা দিদি নেই , আছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী । তিনি এআইসিসি থেকে উত্তরপ্রদেশের দায়িত্বে আছেন । আসন্ন বিধানসভা নির্বাচনে এবার প্রিয়াঙ্কাকে মুখ করে লড়াই নামতে চলেছে কংগ্রেস দল । তারই সংকেত এই হ্যাশট্যাগ প্রচার । এই প্রচার সোশ্যাল মিডিয়ায় ভালই সাড়া পেয়েছে ।

আসলে কংগ্রেস এখন থেকেই উত্তরপ্রদেশে নিজেদের প্রচার শুরু করে দিতে চাইছে । সেজন্য ইতিমধ্যে রাজনৈতিক কৌশল নির্বাচনের জন্য প্রিয়াঙ্কা গান্ধী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেছেন । প্রশান্ত কিশোর সমস্ত উত্তরপ্রদেশ জুড়ে ব্লক স্তর থেকে সংগঠন গড়ে তোলার পক্ষপাতি । আর প্রিয়াঙ্কা সামনে রেখেই তিনি একাজ করতে চলেছেন । এদিকে আগামী কাল শুক্রবার  তিন দিনের লখনউ সফরে যাচ্ছেন  প্রিয়ঙ্কা। কংগ্রেসের একাংশ মনে করছে, নির্বাচনের আগে দলের প্রস্তুতি খতিয়ে দেখতেই গাঁধী পরিবারের সদস্যার এই সফর। প্রিয়ঙ্কার সফরের খবর জানাজানি হতে সে রাজ্যের কংগ্রেস কর্মী-সমর্থকদের মনোবল বেড়েছে বলেই মনে করছে এআইসিসি। সূত্রের দাবি, বিধানসভা ভোট পর্যন্ত উত্তরপ্রদেশেই থাকতে পারেন প্রিয়ঙ্কা। গোটা রাজ্য জুড়ে দলীয় কর্মীদের চাঙ্গা করতে জেলায় জেলায় ঘুরে প্রচারে অংশ নেবেন তিনি। ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি, বেকারত্ব, জঙ্গল-রাজের মতো বিষয় নিয়ে উত্তরপ্রদেশে সরব হওয়া শুরু করেছে কংগ্রেস।

Advertisement

টুইটারে উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে কংগ্রেসের ‘মুখ’ হিসেবে দেখতে চেয়ে অনেকেই অনেক কিছু লিখেছেন। কেউ লিখছেন, ‘রাস্তায় নেমে আমাদের সঙ্গে আমাদের পাশে থেকে লড়াইয়ে অংশ নিতেই আসছেন আমাদের মেয়ে।’ আবার কেউ লিখেছেন, ‘যোগীর লঙ্কা জ্বালাতে আসছেন প্রিয়াঙ্কা।’ কিন্তু সব ছাপিয়ে ‘ট্রেন্ডিং’ হ্যাশট্যাগ ‘দিদি আ রহি হ্যায়’। এই শ্লোগানগুলি ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে বলে শোনা যাচ্ছে । উত্তরপ্রদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁদের নয়া ইন্দিরাকে বরণ করে নেওয়ার জন্য ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ