দেশ 

প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিতে চলেছেন ? কংগ্রেসের সংগঠনকে চাঙ্গা করার দায়িত্ব এখন পিকের হাতে !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : না, আর আড়াল থেকে নয় , সরাসরি রাজনীতির ময়দানেই নামতে চলেছেন প্রশান্ত কিশোর । তেমনই সম্ভাবনা কথা শোনা যাচ্ছে । তিনি যোগ দিতে চলেছেন কংগ্রেসে । গতকালই রাহুল-প্রিয়াঙ্কা ও সোনিয়ার সঙ্গে আচমকা বৈঠক করেন প্রশান্ত কিশোর । এই বৈঠক ঘিরে নানা কথা শোনা যাচ্ছিল । কেউ বলছিলেন মোদী বিরোধী জোট তৈরির লক্ষেই এই বৈঠক শেষ পর্যন্ত জানা গেছে ওই বৈঠকে কংগ্রেস শক্তিশালী করার জন্য প্রশান্ত কিশোর অনুরোধ করা হয়েছে । জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুসারে জানা যাচ্ছে, প্রশান্ত কিশোর কংগ্রেসকে নাকি শক্তিশালী করার দায়িত্ব নিয়েছেন।

সোনিয়া গান্ধী প্রশান্ত কিশোরকে অনুরোধ করেছেন দলের বাইরে থেকে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসাবে দায়িত্ব কাজ করার । প্রশান্ত কিশোর নাকি কংগ্রেসের তিন নেতাকে পরামর্শ দিয়েছেন কী কী করতে হবে । জানা গেছে, সোনিয়ার প্রস্তাব প্রশান্ত কিশোর নাকচ করেননি । ফলে পিকে কংগ্রেসে যোগ দান শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র ।

Advertisement

প্রসঙ্গত, শরদ পওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে সাক্ষাতের পর গতকালই  রাহুল গান্ধীর  সঙ্গে সাক্ষাৎ করেছেন ভোটকুশলী। মঙ্গলবার দুপুরে একপ্রকার আচমকাই প্রাক্তন কংগ্রেস সভাপতির বাড়িতে হাজির হন পিকে। রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও কথা হয়েছে তাঁর। কংগ্রেস সূত্রের দাবি, ভারচুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন  সোনিয়াও। ২ ঘণ্টার বৈঠকে কংগ্রেস সভানেত্রীর কাছে নিজের পরিকল্পনা এবং দাবি-দাওয়ার কথা জানিয়েছেন পিকে। বিহারের এই ভোটকুশলী চান, একেবারে ব্লকস্তর থেকে কংগ্রেসের সংগঠনে পরিবর্তন হোক। কংগ্রেস সভাপতিকে পরামর্শ দেওয়ার জন্য ৯ সদস্যের বিশেষজ্ঞ দল তৈরি হোক।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, চব্বিশের লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর কংগ্রেসের হয়ে কাজ করবেন। তবে, দলের বাইরে থেকে নয়। দলের সাংঠনিক স্তরেই বড় কোনও পদ দেওয়া হবে তাঁকে। যদিও সরকারিভাবে, এ নিয়ে কোনওপক্ষই মুখ খোলেনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এ বিষয়ে প্রশান্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটা সৌজন্য সাক্ষাৎ।’ সচরাচর স্পষ্ট কথা বলা পিকের এই চোরাগোপ্তা মন্তব্য জল্পনা আরও বাড়িয়েছে। তবে প্রশান্ত কিশোর যদি কংগ্রেসে যোগ দেন তাহলে কংগ্রেসের অবস্থা খুব ভাল হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে । তবে প্রশান্ত কিশোর কংগ্রেসকে একেবারে ব্লক স্তর থেকে সাজিয়ে তূলতে চেয়েছেন , সেই কাজে তিনি কতটা সফল হন সেটাই এখন দেখার ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ