কলকাতা 

মমতার স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর সাফল্যে নারী শিক্ষায় এবং সংখ্যালঘু সমাজের শিক্ষার প্রসারে সমগ্র দেশকে পথ দেখাচ্ছে বাংলা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর জোরে এই রাজ্য পড়াশোনার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা সমগ্র দেশে নজীর তৈরি করেছে । দেশের বড় রাজ্যের গুলির মধ্যে পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি মেয়েরা পড়াশোনা করছে । তারা রীতিমতো ছেলেদের চেয়ে কয়েক কদম এগিয়ে । প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছে ছাত্রের তুলনায় ছাত্রী দু লক্ষ ৩২ হাজার বেশি । যা সমগ্র দেশে রের্কড তৈরি হয়েছে । সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ‘ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস’ (ইউডিআইএসই প্লাস)-এর একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ওই সমীক্ষা জানাচ্ছে, অরুণাচল, অসম আর মেঘালয়েও ছাত্রদের চেয়ে সংখ্যায় বেশি ছাত্রীরা।

এই সমীক্ষায় দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রাক্‌-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা প্রায় দু’লক্ষ ৩২ হাজার বেশি।শুধু তাই নয়, স্কুলছুটও কম মেয়েরা। শিক্ষা মহলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের ফলেই মেয়েদের পড়াশোনার হার বেড়েছে । এখানেই শেষ নয় , কন্যাশ্রী প্রকল্পের পাশাপাশি নানা স্কলারশিপ প্রকল্পও রয়েছে, সবুজ সাথী প্রকল্পও এর সঙ্গে যুক্ত রয়েছে । তার উপর মেয়েরা পড়াশোনা করলে ১৮ বছর বয়সের পর এক কালীন ২৫ হাজার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করাতে অভিভাবকরাই আগ্রহ প্রকাশ করছে । ফলে স্কুল ছুট কমছে ।

Advertisement

এরপরেও যে সব মেয়ে গ্র্যাজুয়েট ও পোষ্ট গ্র্যাজুয়েট করবে বা পিএইচডি করার সুযোগ পাবে তাদের জন্য আরও বেশি অর্থ বরাদ্দের সংস্থান রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সমগ্র দেশে নারী শিক্ষায় দিশা হয়ে উঠছে বাংলা । মমতার একটি প্রকল্প সমগ্র দেশের সামনে নয়া নজীর যে তৈরি করেছে তা আর বলার অপেক্ষা রাখে না ।

আশার কথা হলো শুধু মেয়েরা নয় সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েরা পড়াশোনায় আগ্রহ দেখাচ্ছে । কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রকের প্রকাশিত তথ্য থেকে দেখা যাচ্ছে, সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি হওয়ার গড় হার যেখানে ১৭.৬ শতাংশ, পশ্চিমবঙ্গে তা অনেক বেশি। এ রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩০.৯ শতাংশ ছেলেমেয়ে স্কুলে ভর্তি হয়। এই হার বৃদ্ধি নেপথ্যেও রয়েছে মমতা সরকারের নানা প্রকল্প । সংখ্যালঘু ছেলেমেয়েদের বৃত্তি দেওয়ার পাশাপাশি অল্প মেধার ছেলেমেয়েদেরও বৃত্তি দেওয়া হচ্ছে যা এই সমাজের শিক্ষা বিস্তারে মাইলস্টোন হিসাবে কাজ করছে । এদিকে স্টুডেন্ট ক্রেটিড কার্ড চালু হওয়ার পরেই রাজ্যের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার সুযোগ যে বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ