দেশ 

কাঁওয়াড় যাত্রায় অনুমতি কেন দেওয়া হয়েছে ? যোগী সরকারের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা অতিমারির প্রকোপ এখন বিদ্যমান এই পরিস্থিতিতে শুধু মাত্র রাজনৈতিক কারণে ধর্মীয় শোভাযাত্রায় অনুমোদন দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার । ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে চিঠি দিয়ে সরকারের এই ধরণের অনুমতি বিরুদ্ধে মত প্রকাশ করা হয়েছে । বলা হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের তৃতীয় ঢেউ আরও মারাত্মক রূপে দেশে আছড়ে পড়তে পারে । এই পরিস্থিতিতে কোনো ধর্মীয় শোভাযাত্রার অনুমতি মানেই মানুষের জীবন নিয়ে খেলা ।

তা সত্ত্বে যোগী সরকার কাঁওয়াড় যাত্রায় অনুমতি দিয়েছে । এই পরিস্থিতিতে কেন অনুমতি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের তা জানতে চেয়ে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট।গত বছরও কোভিড সঙ্কটের কারণে কাঁওয়াড় যাত্রা বাতিল করা হয়েছিল। এ বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে এবং যখন তৃতীয় ঢেউ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই পরিস্থিতিতে কাঁওয়াড় যাত্রার আয়োজন করা আদৌ যুক্তিযুক্ত কি না, তা নিয়েই ভাবনা চিন্তা চলছিল।

Advertisement

কুম্ভমেলা নিয়ে বিতর্কের মাঝে আগেই কাওয়াড় যাত্রা বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। অন্য দিকে সেই পথে না হেঁটে মঙ্গলবার এই যাত্রায় অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তার পরেই এই বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। যোগী সরকারকে নোটিস পাঠিয়ে জবাব তলব করা হয়েছে।

সুপ্রিম কোর্টের এই নোটিশের পর কাওয়াড় যাত্রা নিয়ে কী সিদ্ধান্ত যোগী সরকার তা এখন দেখার ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ