কলকাতা 

অনলাইনে ইংরেজি শিক্ষার আসর করতে চলেছে অনুসন্ধান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

১৩ জুলাই ২০২১ : অনুসন্ধান, কলকাতা-র উদ্যোগে আগামী ১৮ জুলাই রবিবার সকাল ১০টা ২৫ মিনিটে আরো একটি সময়োপযোগী কর্মশালা আয়োজিত হতে চলেছে।আজ ছিল তার প্রস্তুতি বৈঠক। বৈঠকে যোগ দিন কয়েকটি বিদ্যালয় ও কলেজের খ্যাতনামা শিক্ষক-শিক্ষিকাগণ। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে বলতে গিয়ে কর্মশালার মুখ্য আহবায়ক বিশিষ্ট ইংরেজি সাহিত্যের শিক্ষক তথা বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আহসান বলেন, আগামী রবিবার কর্মশালার থিম হল- Madhyamik English : Know the know-hows. তিনি আরো বলেন, মূলত মধ্যশিক্ষা পর্ষদের নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত হলেও যে কোনো অনুসন্ধিৎসু ছাত্রই উপকৃত হতে পারবে এ দিনের আলোচনা থেকে। কারণ, এ দিনের পাঠসূচনায় থাকবেন অসম থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক ড. নিপম কুমার সইকিয়া। আলোচনায় থাকবেন বিশিষ্ট প্রাক্তন ও বর্তমান প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। দিল্লি থেকে অংশগ্রহণ করবেন স্বনামধন্য কৃষিবিজ্ঞানী ড. এম আর খান।

উল্লেখ্য, ১৮ জুলাই জন্মগ্রহণ করেছিলেন বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে “অতিমারি ও চিকিৎসক সমাজ” বিষয়ে সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য রাখবেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণ মেধাবী চিকিৎসক ডা. শাহিন ঈশা ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ