জেলা 

ডানকুনির প্রয়াত জননেতা কমরেড মানিক দাস’এর স্মরণে রক্তদান শিবির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : “রক্তদান জীবন দান,রক্তদান মহৎ দান” আপনার এই রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমূর্ষু প্রাণ,ডানকুনির প্রয়াত জননেতা কমরেড মানিক দাস’কে স্মরণ করে ও করোনা আবহে সরকারী সহ বেসরকারি ব্ল্যাডব্যাংক গুলোতে রক্তের চাহিদা মেটাতে DYFI-SFI-AIDWA ও রেড ভোলেনটিয়ার্স ডানকুনি লোকাল কমিটির উদ্যোগে আজ সকালে ডানকুনি রেড ভোলেটিয়ার্সের অফিস ‘নতুন ভবনে ‘প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো।পূর্বের বৎসরের ন্যায় এ বছরেও তারা ব্রতী হয়েছিলো জাতি,ধর্ম,বর্ণের উর্ধে গিয়ে মানবতার সেবায়,উক্ত সংগঠনের যারা যারা শহীদ হয়েছেন তাদের ও প্রয়াত জননেতা কমরেড মানিক দাস’কে স্মরণ করে,শহীদ বেদিতে ও প্রয়াত কমরেড মানিক দাসের প্রতিকীতে মাল্যদানের মধ্যে দিয়ে এবং শহীদদের স্মৃতির উদ্যেশ্যে ১ মিনিট নীরবতা পালন করে। উক্ত সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করা হয়।

আজকের এই রক্তদান শিবিরে মহিলা সহ মোট ৪৫ জন রক্তদাতা রক্তদান করেন,রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন CPIM পলিট ব্যুরোর সদস্য কমরেড মহম্মদ সেলিম,প্রাক্তন যুবনেতা তথা CPIM হুগলী জেলা কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ,DYFI হুগলী জেলার সম্পাদক কমরেড অভিজিৎ অধিকারী,DYFI ডানকুনি লোকাল কমিটির সম্পাদক কমরেড মনোজ গায়েন,SFI ডানকুনি লোকাল কমিটির সম্পাদক কমরেড সমীর পাল,বিশিষ্ট ডাক্তার অমিত নাহা সহ DYFI-SFI-AIDWA ও রেড ভোলেনটিয়ার্সের নেতৃত্ব,কর্মী ও সদস্য-সদস্যা’রা।

Advertisement

উক্ত সংগঠনের তরফ থেকে কমরেড মহম্মদ সেলিম,কমরেড দেবব্রত ঘোষ ও বিশিষ্ট ডাক্তার অমিত নাহা’কে ফুলের স্তবক দিয়ে বরণ করা হয় ও রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে উৎসাহ করেন কমরেড মহম্মদ সেলিম,কমরেড দেবব্রত ঘোষ ও বিশিষ্ট ডাক্তার অমিত নাহা;

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ