কলকাতা 

সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা মন্ত্রী গোলাম রব্বানীকে সংবর্ধনা সিরাতের।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে কলকাতা রাইটার্স বিল্ডিং এ পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী জনাব গোলাম রব্বানী সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা দেওয়া হয়। সাথে সাথে আলিয়া বিশ্ব বিদ্যালয়ের উন্নয়ন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সুপারিন্টেনডেন্ট ও হেড মাষ্টার পরীক্ষার এবং কর্ম শিক্ষা, শারীর শিক্ষার দ্রুত ফলপ্রকাশ নিয়ে যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়। আমরা সিরাত এর পক্ষ থেকে যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলা বলেছি সেগুলি যত্ন সহকারে দেখবেন বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। তিনি সিরাত সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমি মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খানের কাছে সিরাতের নানাবিধ কর্মসূচী ও মিশনের পঠন পাঠন বিষয়ে জানতে চাইলে আবু সিদ্দিক খান বলেন, আমরা মুলত শিক্ষা সেবা ও সংস্কৃতি মূলক কাজ সারা বছর ধরে লাগাতার করি এবং বিভিন্ন স্কুল-মাদ্রাসায় মোটিভেশনাল ক্লাস নেয়া হয় ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমে স্কলারশিপের ব্যবস্থা করে থাকি, এছাড়া সিরাত পরিবার আয়লা, ফনি,বুলবুল, আমফান ও সম্প্রতি ইয়াস ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে সাধ্যমত বস্ত্রদান, খাদ্য সামগ্রী প্রদান করা করেছে। শুনে উনি যথেষ্ট অভিভূত হলেন। শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, মন্ত্রী মহাশয় একজন শিক্ষিত, ভদ্র, সৎ মানুষ, তাঁর পার্সোনাল সেক্রেটারী জনাব জুলফিকার হোসেন সাহেবের আন্তরিকতায় মুগ্ধ আমরা।

আশা করি সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হবে। আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগের কথা বলেছি, উনি বিষয়টি দেখবেন বলে কথা দিয়েছেন। এছাড়া তিনি হাজি আকবর আলি সাহেবের প্রতিষ্ঠিত কাটিয়াহাট আল হেরা মিশন ও আল হেরা জামিয়াতুল ইসলামিয়ার উপদেষ্টা কমিটিতে থাকবেন এবং মিশনে যাবেন বলে কথা দিয়েছেন।

Advertisement

প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সিয়ামত আলি আমরা, আমরা এম. এ.ডি.পি প্রকল্পের টাকা যাতে ফেরত না যায় ও আলিয়ার সার্বিক উন্নয়ন তরান্বিত করতে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়নে বাজেট বাড়িয়েছেন, তা যাতে সম্পুর্ন ঠিক ঠাক খাতে ব্যয় হয় তার জন্য অনুরোধ করেছি।

এদিন সিরাতের টিমে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন রাজ্য সম্পাদক মোঃ রাকিব হক, শিক্ষক জাকির হোসেন, সিরাতের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, সদস্য সেখ আফ্রিদি, ইমরান আব্বাস প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ