কলকাতা 

স্পীকারের প্রতি ‘অপমানজনক’ মন্তব্যের জেরে শুভেন্দু-র বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস চন্দ্রিমার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সাংবাদিকদের কাছে বিধানসভার স্পীকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার দায়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হয়েছে । এই নোটিস দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।বিধানসভায় সেই নোটিস দেওয়া হয়েছে বলে খবর।

নতুন সরকার গঠিত হওয়ার পর  প্রথম বিধানসভার অধিবেশনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে বেশ প্রশ্ন উঠে গিয়েছে। অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক কিংবা বিএ কমিটির বৈঠকে হাজির ছিলেন না। পরবর্তীতে অধিবেশন চলাকালীনও বেশ কয়েকবার একাধিক ইস্যুতে প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ছেড়ে চলে গিয়েছেন। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর আলোচনা চলাকালীন বিরোধী দলনেতার কিছু মন্তব্য ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে চিহ্নিত করে বিধানসভা অধিবেশনের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সুপারিশ করেন।

Advertisement

এর প্রতিবাদে শুভেন্দু অধিকারী ওয়াকআউট করে বেরিয়ে যান। তাঁর উপর ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে দেখা যায়, শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে তিনি পালটা স্পিকারকে নিয়ে তোপ দেগেছেন। স্পিকার শাসকদলের হয়ে কাজ করছেন, এমনই অভিযোগ তোলেন। আর তা আইনসভার দায়িত্বপ্রাপ্ত হিসেবে একজন অধ্যক্ষের পক্ষে যথেষ্ট অবমাননাকর বলে মনে করছে তৃণমূল।

তাই এ ধরনের মন্তব্যের জন্য বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছে। তা ইতিমধ্যেই প্রিভিলেজ কমিটির কাছেও পাঠানো হয়েছে বলে খবর।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ