কলকাতা 

বিধানসভায় নেই বামেরা,স্পীকার সহ ইদ্রিস আলি, নির্মল মাজি , মদন মিত্র, বঙ্কিম ঘোষ, নওশাদ সিদ্দিকীদের জ্যোতিবাবুর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞপন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলার রাজনীতিতে এরকম ঘটনা ঘটবে এটা কল্পনা করা যায়নি কোনো দিন । কিন্ত সেটাই ঘটল । আজ বিধানসভায় বামেরা শুন্য হয়ে গেছে , অথচ আজ ৮ জুলাই জ্যোতিবাবুর জন্মদিন । নেই বামেরা , কিন্ত এই জননায়কের জন্মদিন পালনে কোনো ঘাটতি দেখা গেল না । বিধানসভায় সাড়ম্বরে পালিত হল প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর  জন্মবার্ষিকী। তাঁর ছবিতে শ্রদ্ধা জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি, ডা. নির্মল মাজি প্রমুখ । তবে উপস্থিত ছিলেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী , তিনি এদিন জ্যোতিবাবুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।

জ্যোতি বসুর মন্ত্রিসভার সদস্য ছিলেন বঙ্কিম ঘোষ এবং পরেশ অধিকারী। এবারের বিধানসভাও রয়েছেন তাঁরা। তবে জার্সি বদলেছেন দুজনই। বঙ্কিমবাবু এখন বিজেপি বিধায়ক আর পরেশবাবু তৃণমূলে। এদিন তাঁরাও শ্রদ্ধা নিবেদন করেন। ছিলেন কামারহাটির বিধায়ক মদনমিত্রও। প্রকাশ্যেই তিনি নিজেকে জ্যোতি বসুর ‘ফ্যান’ বলে দাবি করেছিলেন। এদিন বিধানসভায় নিজের ‘গুরু’কে শ্রদ্ধা জানিয়েছেন মদন মিত্রও। সবমিলিয়ে বাম বিধায়ক শূন্য বিধানসভায় সাড়ম্বরেই পালিত হল প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মবার্ষিকী। তবে দলীয় নেতা হিসেবেও বিধানসভায় আসতে দেখা যায়নি কোনও বাম নেতাকে। তবে রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় জ্যোতি বসুর জন্মবার্ষিকী পালিত হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ