দেশ 

দিল্লির সিবিআইয়ের সদর দপ্তরে আগুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: দিল্লিতে অবস্থিত সিবিআইয়ের সদর দপ্তরে আজ সকাল এগারোটা নাগাদ আগুন ধরে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট এর ফলেই এই আগুন ধরেছে বলে দমকল কর্তাদের অনুমান। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়েছিল তারা তাদের চেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আসে কোন প্রাণহানির খবর নেই।

এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ সিবিআই অফিসের পার্কিং এরিয়া থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। পার্কিং এলাকায় কালো ধোঁয়া দেখতে পেয়েই দ্রুত ছুটে আসেন আধিকারিকরা। খবর যায় দমকলে। দমকল বিভাগ সূত্রের খবর, এদিন সকাল ১১টা ৩৫ নাগাদ সিবিআই দপ্তর থেকে জরুরি ফোন পান তাঁরা। সঙ্গে সঙ্গে সিবিআই দপ্তরে পাঠানো হয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন তেমন ভয়াবহ না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে খুব একটা সময় লাগেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিবিআই দপ্তরের পার্কিং এরিয়ার ইলেক্ট্রনিক হাউসে শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড হয়েছে বলে মনে করা হচ্ছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ