কলকাতা 

সাধারণ মানুষের দাবি মেনে দলিল রেজিস্ট্রেশনে বিশেষ ছাড় মমতা সরকারের বাজেটে, এছাড়া আর কি কি বিশেষ সুবিধা চালু করল তা জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: তৃতীয়বার  ক্ষমতায় আসার পর আজ বুধবার রাজ্য বিধানসভায় মমতা সরকারের বাজেট পেশ হয়েছে। মমতা সরকারের তৃতীয় বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করতে পারেননি অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি অসুস্থ থাকায় তার পরিবর্তে এই বাজেট পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবারের বাজেটে লক্ষণীয় বিষয় হল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল জমি-বাড়ি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন নিয়ে। জমি বাড়ি ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে গিয়ে বড় অঙ্কের টাকা সাধারণ মানুষের চলে যাচ্ছিল, সেকথা মমতা বন্দ্যোপাধ্যায় ভালভাবে উপলব্ধি করেছেন তা স্পষ্ট ধরা পড়েছে এই বাজেটে। একলাফে ফি ১০ শতাংশ রেজিস্ট্রেশন ফি কমানো হয়েছে, অন্যান্য স্ট্যাম্প ডিউটি ২ শতাংশ কমানো হয়েছে।

এক ঝলকে দেখে নেওয়া যাক ২০২১ এর মমতা বন্দ্যোপাধ্যায় এর নতুন বাজেটে কি কি কমানো হল এবং কোন কোন ক্ষেত্রে বিশেষ সুবিধা চালু করা হলো:

Advertisement
  • বাজেটে নতুন চার প্রকল্পের উল্লেখ।
  • জিডিপিতে ১.১২ শতাংশ বৃদ্ধি।
  • কোভিড পরিস্থিতিতে জমি-বাড়ি কেনাবেচার ক্ষেত্রে বড় ছাড়ের প্রস্তাব রাজ্যের। একদিকে দলিল রেজিস্ট্রেশনে খরচ ১০ শতাংশ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তেমনই একাধিক ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে  ২ শতাংশ ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে।।
  • কোভিড পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে পরিবহণ ক্ষেত্র। সে কথা মাথায় রেখে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স এবং অতিরিক্ত কর মকুবের প্রস্তাব দেওয়া হল।
  •  মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনা বাজেটে।
  • নতুন কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জোর রাজ্য সরকারের।
  • আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান তৈরি করার প্রস্তাব।
  • কোভিড টিকাকরণের ক্ষেত্রে দেশে একনম্বর রাজ্য। দাবি বাজেট প্রস্তাবে।
  • চলতি অর্থবর্ষের (২০২১-২০২২) জন্য ৩,০৮,৭২৭ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। ব্যয় বরাদ্দ বাড়ল।
  •  কৃষকদের বার্ষিক ১০ হাজার সহায়তা প্রদান।
  • রাজ্য বাজেটে সামাজিক ব্যয় বৃদ্ধি করা হল।
  • দুয়ারে রেশন প্রকল্পে ব্যয় বরাদ্দ করা হল।
  • মহিলা ও শিশু কল্যাণ খাতে ব্যয় বৃদ্ধি। লক্ষ্মীভাণ্ডার প্রকল্প দ্রুত চালু হবে।
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ডের খাতেও বরাদ্দ হল অর্থ।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ