জেলা 

রথযাত্রার নিয়েই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন জলপাইগুড়ি গৌড়ীয় মঠের সদস্যরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী সোমবার ১২ জুলাই জগন্নাথের রথযাত্রা। করোনা আবহে জলপাইগুড়ি শহরের একমাত্র বড় রথের কাজ থমকে আছে। রথ থাকলেও রথের অনুষ্ঠান এবারও হবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন শ্রী শ্রী গৌড়ীয় মঠ কর্তৃপক্ষ। হাতে আর মাত্র চার থেকে পাচদিন বাকি রথ যাত্রার।

আগামীকাল ৮ জুলাই পুলিশের একটি আলোচনা সভা রয়েছে রথ নিয়ে। তাই সেই আলোচনা সভায় কি নিদেশিকা আসবে। তার ওপরই নির্ভর করছে এবছর রথ রাস্তায় বের হবে কিনা। অনুমতি পেলেই রথের অনুষ্ঠান ও রথের সাজসজ্জার কাজ পুরোদমে শুরু হবার কথা জানিয়েছেন মঠ কতৃপক্ষ। তাই এখনও অনিশ্চিতার মধ্যে আছেন জলপাইগুড়ি গৌরীয় মঠের সদস্যরা।

Advertisement

গতবারও করোনার কারণে শহরের রাস্তায় রথ বের করা যায় নি। এবারও করোনার কারণে সেই ধরনের বিধিনিষেধ হয়তো হতে চলেছে। সেক্ষেত্রে মঠেই নিয়ম মেনে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হবে।তবে পুরো বিষয়টি আগামীকাল পুলিশ প্রশাসনের সাথে বৈঠক হবার পর বোঝা যাবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ