অন্যান্য কলকাতা 

স্টুডেন্ট ক্রেটিড কার্ড মমতার এক ঐতিহাসিক যুগান্তকারী প্রকল্প , উপকৃত হবে হাজার হাজার ছেলেমেয়ে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেই চলেছেন । একের এক প্রকল্প ঘোষণার মাধ্যমে । দুয়ারে রেশন প্রকল্প ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে । কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ হয়েছে । আর সবচেয়ে বড় এবং ঐতিহাসিক প্রকল্পটি হল স্টুডেন্ট ক্রেটিড কার্ড । এটাকে শুধু ঐতিহাসিক বললেই হবে না, বলা যেতে পারে যুগান্তকারী প্রকল্প । এই প্রকল্পটি ঠিকঠাক বাস্তবায়িত হলে রাজ্যের নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা লাভে সহায়ক হবে ।

সামাজিক প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র দেশকে পথ দেখাচ্ছেন । এনিয়ে কোনো সন্দেহ নেই । সব রাজনৈতিক নেতারা যখন প্রতিশ্রুতি দিতে ব্যস্ত , প্রতিশ্রুতি পালন করতে দেখা যায় না , মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই ব্যতিক্রম চরিত্রের । তিনি সামাজিক প্রকল্পগুলিতে নবজাগরণ এনেছেন । এর ফলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি সুফল পাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই । এটা তো অস্বীকার করা যাবে না অনেক ছেলে মেয়ে পড়াশোনা ঠিকভাবে করতে পারে না অর্থের অভাবে । এমনকি শিক্ষাঋণও তারা পায় না গ্যারান্টার না থাকার কারণে । মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিকপ্রসূত এই প্রকল্পে আন্ডার গ্র্যাজুয়েট , গ্র্যাজুয়েট , মাষ্টার ডিগ্রি এবং পিএইচডি স্কলাররা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন । আর এই ঋণের গ্যারান্টার হবে পশ্চিমবঙ্গ সরকার নিজে । ফলে কোনো শিক্ষার্থীর কাছে এই ঋণ পেতে অহেতুক সমস্যা্ হবে না । শুধুমাত্র একটানা দশ বছর এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই হবে।

Advertisement

শুধু তাই নয় , এই ঋণের সুযোগ ৪০ বছর বয়স পর্যন্ত পাওয়া যাবে । ফলে নিম্নবিত্ত , নিম্নমধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা লোন পেয়ে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে । নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে। আর তাঁদের কাঙ্খিত লক্ষে পৌছাতে পারবেন । অনেক ছেলেমেয়ের ইচ্ছা থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ক্লাস ওয়ান অফিসার হওয়ার কিন্ত আর্থিক সামর্থ না থাকার কারণে ইচ্ছা থাকলেও তা বাস্তবায়িত হয় না । মমতার এই ঐতিহাসিক যুগান্তকারী পদক্ষেপে বাংলার ভবিষ্যৎরা আগামী দিনে নতুন ভোরের যে  সন্ধান দেবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই । মমতা বন্দ্যোধ্যায় এখানেই অনন্য । তিনি স্টুডেন্ট ক্রেডিড কার্ড প্রকল্পটি চালু করেই এই রাজ্যের মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থেকে গেলেন । আগামী প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবদান এবং এই যুগান্তকারী প্রকল্পের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ যে করবে তা এখন থেকেই বলে দেওয়া যায় ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ