কলকাতা 

চীন সরকার এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেদেশে যাওয়ার আমন্ত্রণ জানাবে শীঘ্রই

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : সব কিছু ঠিকঠাক থাকলে আবার কয়েক মাসের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিনে যাওয়ার আমন্ত্রণ পেতে চলেছেন। গতকাল কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে পদস্থ এক চিনা আধিকারিক এই খবর দিয়েছেন। ওই আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলে সফর সূচি চূড়ান্ত করবেন।

আর এবার মুখ্যমন্ত্রীকে চীন সরকারই সরাসরি আমন্ত্রণ জানাবে বলে জানা গেছে । চীন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ফের সে দেশে যাওয়ার আমন্ত্রণ জানাবে। এক পদস্থ চীনা আধিকারিক গতকাল কলকাতায় জানিয়েছেন, প্রথম দফায় সফর বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সফরের সম্ভাব্য দিন স্থির করা হবে।

Advertisement

উল্লেখ্য, গত ২২শে জুন মুখ্যমন্ত্রীর চীন সফরের কথা থাকলেও মাত্র কয়েক ঘন্টা আগে সেই সফর বাতিল করে দেন। এর জন্য তিনি উপযুক্ত পর্যায়ের নেতৃত্বের সঙ্গে সাক্ষাত না হওয়ার কারন দেখান। কলকাতায় চীনের বানিজ্যিক দূত মা ঝানু বলেছেন, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং শিক্ষাক্ষেত্রে আদানপ্রদানের প্রসারে দুই দেশকেই উদ্যোগী হতে হবে। সল্টলেকের একটি পুজোতে চীন সহায়তা করছে বলেও তিনি জানান।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 − 7 =