কলকাতা 

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট, স্বচ্ছ তালিকা কী এবারও করতে ব্যর্থ হল মমতা সরকার?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : আইনি জটে ফের আটকে গেল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। নিয়োগপ্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা আদালতে।বিচারপতি শুনানীর প্রথম দিনেই উচ্চ প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ দিলেন । আদালতের নির্দেশে ১৪ হাজার ৩৩৯ পদে নিয়োগ আটকে গেল। আগামী ৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন মেধাই হবে একমাত্র চাকরির শর্ত। সেই মোতাবেক উচ্চ-প্রাথমিকে মেধা তালিকা ঘোষনা করা হয়েছে সার্ভিস কমিশন থেকে দাবি করা হয় । এই তালিকা থেকেই এবার ইন্টারভিউ হওয়ার কথা ছিল । ইন্টারভিউ পর্ব মিটে যাওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা । উল্লেখ্য, উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগের কথা ছিল ভোটের আগেই । কিন্ত স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে ব্যাপক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ ওঠে । আদালতে মামলা দায়ের করা হয় ।

Advertisement

আদালতের রায়ে সমস্ত প্যানেল বাতিল করা হয় । তারপরেই আদালত নির্দেশ দেয় নতুন করে প্যানেল তৈরি করতে । সেই প্যানেল গত সপ্তাহে তৈরি হয় । এই প্যানেল নিয়েও অভিযোগ ওঠে । অনেকেই বলতে শুরু করেন তাঁদের ভাল নম্বর থাকা সত্ত্বে তাঁরা সুযোগ পাননি । এমনকি যে প্যানেলটি বাতিল করেছে কোর্ট সেই প্যানেলে নাম থাকা সত্ত্বে এবারকার প্যানেলে তাঁদের নাম নেই । যদিও তাঁরা ভাল ছাত্র-ছাত্রী বলে দাবি করছেন ।  অন্যদিকে সার্ভিস কমিশনের দাবি এই প্যানেল সঠিকভাবেই তৈরি হয়েছে । অন্যদিকে ওবিসি-এ ক্যাটাগরির নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ।

সবদিক থেকে বিবেচনা করার পর ওয়াকিবহাল মহল মনে করছে, এবার সরকার উচ্চ-প্রাথমিকের প্যানেল সঠিকভাবে এবং স্বচ্ছভাবে করতে পারল না ।  ফলে কলকাতা হাইকোর্টে কয়েকদিন আগেই মামলা হয় । সেই মামলার আজ বুধবার হয় । বিচারপতি শুনানীর প্রথম দিনেই উচ্চ প্রাথমিকে নিয়োগে স্থগিতা দেশ দিল কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চ-প্রাথমিক শিক্ষক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । আইনি জটিলতা এবং স্বচ্ছভাবে নিয়োগ তালিকা হচ্ছে না বলে অভিযোগ করে বারবার আদালতে যাওয়ার ফলেই মামলার জটে নিয়োগ প্রক্রিয়া আটকে গেছে। ৫ বছর ধরে উচ্চ প্রাথমিকে কোনো নিয়োগ হয়নি । এবারও ফের আইনি জটিলতায় আটকে গেল নিয়োগ প্রক্রিয়া ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ