কলকাতা 

প্রবল বন্যায় কেরালায় আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকার কেরালায় প্রবল বন্যায় আটকে পড়া এ রাজ্যের শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে। প্রতিনিয়ত কেরালা সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে রাজ্য প্রশাসন।শুধু তাই নয়, বিভিন্ন জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নির্দেশ পাঠানো তাদের এলাকার যারা কেরালায় থাকে তাদের তালিকা তৈরি করার ।

এদিকে, মুখ্যসচিব, মলয় দে ইতিমধ্যেই কেরালা সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে ফোনে কথা বলেছেন। মালদা, মুর্শিদাবাদ, নদীয়া সহ রাজ্যের বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষ জীবিকার জন্য কেরালায় থাকেন। বন্যায় তাঁরা অনেকেই সেখানে আটকে রয়েছেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে ঐ শ্রমিকদের পরিবারের তরফে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে। তারই প্রাক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও কেরালায় পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Advertisement

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − one =