আন্তর্জাতিক 

ক্রিকেট নয় ,এবার সমগ্র পাকিস্থানের ’ক্যপ্টেন‘ হিসেবে শপথ নিলেন ইমরান খান

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : পাকিস্থানের ক্রিকেট অধিনায়ক হিসেবে তিনি সফল হয়েছিলেন। ক্রিকেট মাঠে এখনও পর্যন্ত তাঁর মতো কেউ অধিনায়ক হয়েছেন কি না তা নিয়ে বির্তক রয়েছে । এবার তিনি পাকিস্থানের সাধারণ অধিনায়ক হিসেবে কাজ শুরু করলেন । তাঁর এই দ্বিতীয় ইনিংসে তিনি কতখানি সফল হতে পারেন সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। দেশের ২১তম প্রধানমন্ত্রী হলেন তিনি। এদিন তাঁকে শপথগ্রহণ করান রাষ্ট্রপতি মামুন হুসেন।এদিন শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয় পাকিস্তানের সময় সকাল ১০টা থেকে। কালো শেরওয়ানি পরে ইমরান শপথ নেন। সময়ে তিনি পৌঁছে যান ইসলামাবাদের রাষ্ট্রপতি ভবন আইয়ান-ই-সদরে। সঙ্গে ছিলেন সদ্য প্রাক্তন স্ত্রী বুশরা মানেকা।

Advertisement

জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরানের ভাষ্যপাঠের পর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ছিলেন কেয়ারটেকার প্রধানমন্ত্রী নাসিরুল মুল্ক, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাইসার, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বায়ুসেনা প্রধান মুজাহিদ আনোয়ার খান ও নৌসেনা প্রধান জাফর মাহমুদ আব্বাসী।

ভারত থেকে অতিথি হিসাবে ক্রিকেটারদের মধ্যে গিয়েছিলেন নভজোত সিং সিধু, এছাড়া পাকিস্তানি ক্রিকেটার রামিজ রাজা, ওয়াসিম আক্রমরা হাজির ছিলেন।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − two =