দেশ 

ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত বিজয় মালিয়া, মেহুল চকসি, নীরব মোদির বিভিন্ন শেয়ার থেকে ৯ হাজার কোটি টাকার বেশি জমা পড়লো ব্যাংকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়া ,মেহুল চকসী, নীরব মোদীকে দেশে ফেরানো না গেলেও তাদের জমানো বিভিন্ন শেয়ার থেকে ৯ হাজার কোটি টাকার বেশি আদায় করা সম্ভব হয়েছে। এর ফলে ব্যাংকগুলোর কিছুটা ক্ষতি পূরণ হবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। আজ বুধবার তিনজনের মোট ৯ হাজার ৩৭১ কোটি টাকা জমা পড়ল ব্যাংকে। এর মাধ্যমে আংশিক ক্ষতিপূরণ হবে ব্যাংকগুলির।

ইতিমধ্যেই ওই তিন শিল্পপতির মোট ১৮ হাজার ১৭০ কোটি টাকার সম্পতি বাজেয়াপ্ত করেছে ED। যা ব্যাংকগুলির মোট ক্ষতির প্রায় ৮০ শতাংশ। বুধবার ইডির তরফে জানানো হয়েছে কেবল সম্পত্তি বাজেয়াপ্তই নয়, সেই সঙ্গে শেয়ারের গুরুত্বপূর্ণ ৯ হাজার ৩৭১ কোটি ১৭ লক্ষ টাকা এবার ফিরিয়ে দেওয়া হল রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও কেন্দ্রীয় সরকারকে।

Advertisement

তিন পলাতক শিল্পপতির কারণে ব্যাংকগুলিকে মোট ২২ হাজার ৫৮৫ কোটি ৮৩ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছিল। তিনজনকেই দেশে ফেরানোর সব রকম চেষ্টা হলেও এখনও সাফল্য আসেনি। তবে এরই মধ্যে ৯ হাজার ৩৭১ কোটি টাকা ফেরত পাওয়ার ফলে ব্যাংকগুলি কিছুটা হলেও স্বস্তি পাবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ