দেশ 

‘মোদি সরকার এবার নোবেল পেয়ে যেতে পারে!’ কেন এ ধরনের কথা বললেন পি চিদাম্বরম জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: মোদি সরকার এবার নোবেল পাবে করে বললেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। কেন এই ধরনের কথা বললেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। গত সোমবার বিক্রি মত রেকর্ড করেছিল ভ্যাকসিনে রেকর্ড করেছিল ভারত 88 লক্ষ মানুষকে ভ্যাকসিন দিয়েছিল। আর মঙ্গলবার তা কমে দাঁড়ায় 54 লক্ষ্যে কিছু বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকে এই তথ্য প্রকাশিত হওয়ার পরেই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম টুইট করে বলেন,

কমে যাওয়ার পরেই কেন্দ্রকে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরম  । ‘বিশ্বরেকর্ডের রহস্য’ কী তা তিনি বুঝতে পেরেছেন বলে মোদি সরকারকে খোঁচা দিলেন বর্ষীয়ান নেতা।

Advertisement

টুইটারে ঠিক কী লিখেছেন চিদাম্বরম? তিনি লেখেন, ‘‘রবিবারে জমা করো, সোমবারে টিকা দাও। তারপর মঙ্গলবারে ফের খোঁড়াতে শুরু করো। এটাই একদিনে টিকাকরণের বিশ্বরেকর্ডের গোপন রহস্য। আমি নিশ্চিত এটা গিনিস বুক অফ রেকর্ডসে জায়গা করে নেবে।’’

কেবল ওই পোস্টই নয়, আরও একটি পোস্ট করেছেন চিদাম্বরম। সেখানে তিনি সরাসরি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি লেখেন, ‘‘কে জানে হয়তো মেডিসিনের জন্য নোবেল পুরস্কার পেয়ে যেতেও পারে মোদি সরকার। আগে বলা হত ‘মোদি হ্যায়, মুমকিন হ্যায়’। এখন ‘মোদি হ্যায়, মিরাকল হ্যায়’ হয়ে গিয়েছে।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ