জেলা 

ঘাটালে বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রান তুলে দিলেন সাংসদ দেব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : এক টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ঘাটালে। পশ্চিমের জেলার যেসমস্ত এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এদের মধ্যে ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ানক। ঘাটালের মনসুকা অঞ্চলে জলের চাপে ভেসে গিয়েছে প্রায় সবকটি অস্থায়ী এবং স্থায়ী ব্রিজ। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের।

দুর্দশাগ্রস্ত মানুষদের জুটছে না খাদ্য, না জুটছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী। এমত অবস্থায় দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব।

Advertisement

মঙ্গলবার বিকালে তিনি ঘাটাল ব্লকের মনসুকা ১নংএবং মনসুকা২নং অঞ্চল জলপথে পরিদর্শন করেন নৌকায় করে এবং খতিয়ে দেখেন বন্যা পরিস্থিতি। এরপর সাধারণ মানুষের হাতে খাদ্য ও ত্রাণ সামগ্রী তুলে দেন সাংসদ। এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক জেলাশাসক রেশমি কমল, জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই, ঘাটাল মহকুমার মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় সহ একাধিক প্রশাসনের আধিকারিকরা।

ঘাটালের বন্যা কবলিত এলাকায় ঘুরে ঘুরে দেখার পর দুর্গত মানুষদের হাতে বিভিন্ন ত্রান সামগ্রী তুলে দেন ঘাটালের সাংসদ দেব। এরপর তিনি বলেন যেসব বিদ্যালয়গুলি এখনো জলে ডুবে রয়েছে সেই সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে মিড ডে মিল পায় তার জন্য তিনি জেলাশাসককে বিস্তারিতভাবে জানিয়েছেন।

সেই সঙ্গে যেসব এলাকা গুলি এখনো জলমগ্ন রয়েছে যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদের প্রয়োজনীয় সাহায্য করার জন্য তিনি জেলাশাসককে জানিয়েছেন।

সেই সঙ্গে তিনি বলেন আমি কথা দিয়েছিলাম ঘাটালের মানুষের পাশে সুখে-দুখে দাঁড়াবো। তাই আমি এসেছি আগামী দিনে আসবো। তিনি ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ না হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন।

রাজ্য সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়নে সহযোগীতা করছে না বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে। ধীরে ধীরে কাজ চলছে আগামী দিনে তা বাস্তবায়িত হবে।

কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান। তিনি বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন এবং যাবতীয় সহযোগিতা করা হবে বলে তাদের তিনি জানান।তাই দুর্গত মানুষেরা সাংসদ দেব কে কাছে পেয়ে খুশি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ