দেশ 

তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট নয় , বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই কাজ করছেন প্রশান্ত কিশোর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : একমাত্র বাংলার জনরব প্রথম বলেছিল সমগ্র দেশে মোদী বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক জোট করার চেষ্টা করে যাচ্ছেন প্রশান্ত কিশোর । তিনি এমনই আভাষ দিয়েছিলেন । কিন্ত বিজেপির ঘনিষ্ঠ গনমাধ্যমগুলি বার বার বলতে থাকে কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় এবং চতুর্থ ফ্রন্ট গড়ার জন্যই নাকি পিকে কাজ করছেন । তিনি বারবার শারদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ করছেন বৈঠক করছেন । এসব কথা ফলাও করে প্রচার করা হচ্ছিল । কিন্ত বাংলার জনরব বার বার বলেছে কংগ্রেসকে বাদ দিয়ে কোনো জোট করা সম্ভব নয় । আর মোদীকে সরানোও সম্ভব নয় । আজ সেই কথা স্পষ্ট করলেন পিকে । প্রশান্ত কিশোর আজ বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি না, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি-কে সফল চ্যালেঞ্জ ছুড়তে পারবে কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট। আমিও এ রকম কোনও কিছুর সঙ্গে যুক্ত নই।’’ তৃতীয় ফ্রন্টের ধারণাকে ‘সেকেলে’ বলেও মনে করেন তিনি।

এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে গত দু’সপ্তাহে প্রশান্তের দু’টি বৈঠক ঘিরেই তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা জোরদার হয়েছিল। সোমবারও পওয়ারের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে দু’জনের মধ্যে। এর পরই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিন্‌হা বিরোধী দলগুলিকে নিয়ে একটি বৈঠকের ডাক দিয়েছেন। পওয়ারের বাড়িতেই মঙ্গলবার সেই বৈঠক হওয়ার কথা। এই বৈঠক ঘিরেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে তৃতীয় ফ্রন্ট গড়ার সম্ভাবনা জোরদার হয়েছিল। সেই ফ্রন্ট গড়ার ক্ষেত্রে প্রশান্তের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এ রকম সময়েই তৃতীয় ফ্রন্টের ব্যাপারে নিজের অবস্থান জানালেন প্রশান্ত।

Advertisement

তাহলে পওয়ার সঙ্গে কী নিয়ে বৈঠক করছেন তিনি? এ ব্যাপারে প্রশান্তের দাবি, তাঁরা দু’জনেই আগে কখনও এক সঙ্গে কাজ করেননি। তাই একে অপরকে জানার জন্যই এই বৈঠক করেছেন।

আবার বাংলার জনরব বলছে, প্রশান্ত কিশোর কোনো তৃতীয় ফ্রন্ট তৈরি কাজে নেই । তিনি কেন্দ্রীয় সরকার থেকে মোদী সরানোর জন্য সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার কাজ করছে । অনেক রাজনৈতিক দল আছে যারা মনে করে কংগ্রেসও তাদের রাজনৈতিক শত্রু । তবে বিজেপি তাদের বন্ধু নয় । এই সব রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করে আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিরোধী জোট যাতে ৩০০-এর আসন পায় সেই ব্যবস্থা বা সেই কৌশল তৈরিতেই ব্যস্ত আছেন প্রশান্ত কিশোর ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ