জেলা 

টানা বর্ষণে প্লাবিত হাওড়া ও হুগলির একাংশ , জলের তোড়ে ভাটোরায় ভেসে গেল বাঁশের সাঁকো

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : টানা বর্ষণের জেরে এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণে হাওড়া ও হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে । জমির ফসল নষ্ট হয়েছে । জানা গেছে হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লকের বদ্বীপ অঞ্চল  ভাটোরা, ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায় চলে গেছে । অন্যদিকে এর  উত্তরে হুগলি জেলার খানাকুলেও রূপনারায়ণ,মুণ্ডেশ্বরির জলে ডুবে গেছে ।

জানা গেছে ,  উত্তর  ভাটোরার গায়েন পাড়ায় জলের তোড়ে ভেসে যায় বাঁশের সাঁকো বা বাঁশের মাচা । এর ফলে কয়েক হাজার মানুষ যাতায়াতের সমস্যায় পড়েছেন বলে এলাকার পঞ্চায়েত প্রধান জানিয়েছেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ