কলকাতা 

সময় মতো ওষুধ ও ইনজেকশন ব্যবহার না হলে কোটি টাকার ওষুধ নষ্ট হতে পারে বেলেঘাটা আইডিতে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই যদি তা ব্যবহার করা না হয় তাহলে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল এ কোটি টাকার ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর কে বেলেঘাটা আইডি পক্ষ থেকে জানানো হয়েছে ওষুধ এবং ইনজেকশনের তালিকা দিয়ে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে দ্রুত তা ব্যবহার করার জন্য। আজ রবিবার বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের ওষুধ-ইঞ্জেকশনের দায়িত্ব থাকে রাজ্য স্বাস্থ্যদপ্তর । তাই কোন ওষুধ নষ্ট হচ্ছে, কোন ওষুধ মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তা নির্দিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে জানাতে হয় সংশ্লিষ্ট হাসপাতালকে। তবে একসঙ্গে প্রায় কোটি টাকার ওষুধ, ইঞ্জেকশন এবং বিভিন্ন পথ্য নষ্টের আশঙ্কা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।

Advertisement

সরকারি সূত্রে খবর, বিভিন্ন সময় একাধিক সংস্থা ও ব্যক্তি সরকারকে নানা ওষুধ দান করে। সেই সমস্ত সামগ্রী আবার হাসপাতালগুলিতে পাঠিয়ে দেয় স্বাস্থ্যদপ্তর। এক্ষেত্রে যেমন বেলেঘাটা আইডিকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সমস্ত সামগ্রী ব্যবহার করা যায়নি। কেন? চিকিৎসকরা বলছেন, এর পিছনে দু’টি কারণ থাকতে পারে। এক, এই ওষুধ ব্যবহারের মতো যথেষ্ট রোগী হাসপাতালে আসেনি। দুই, যে সমস্ত রোগী এসেছেন তাঁদের উপর এই ধরণের ওষুধ প্রয়োগ করার প্রয়োজন পড়েনি। তাহলে এত টাকার ওষুধের কী হবে?

যাতে এই ওষুধগুলো অন্য সরকারি হাসপাতালগুলি ব্যবহার করতে পারি তার জন্য বেলেঘাটা আইডির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গেছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ