দেশ 

জম্মু-কাশ্মীরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের মর্যাদা ! ৩৭০ ধারা ফের বলবৎ করার ভাবনা? মোদি সরকারের পিছু হটার নেপথ্য কারণ কি ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : আগামী ২৪ শে জুন কেন্দ্র সরকার জম্মু কাশ্মীর নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন বলে সূত্রের খবর। এই বৈঠকে জম্মু-কাশ্মীরের সবকটি রাজনৈতিক দলের নেতাদের ডাকা হয়েছে বলে শোনা যাচ্ছে। সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে যে, তাহলে কি এবার জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে চলেছে মোদি সরকার। সেরকমই আভাস বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে।

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীরে আগামী নভেম্বর মাসের মধ্যে বিধানসভা নির্বাচন করার। জম্মু-কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এমনিতেই জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয়ার পর ওই এলাকার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে ,সেই ক্ষোভ প্রশমনে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করে উঠতে পারেনি।

Advertisement

উপরন্তু কাশ্মীর ইস্যুতে দেশ-বিদেশে মোদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। শোনা যাচ্ছে আমেরিকায় জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে কাশ্মীর ইস্যুতে ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে আমেরিকা। ৩৭০ ধারা বলবৎ করার দাবিও জানিয়েছে আমেরিকা। আন্তর্জাতিক চাপের কাছে কি শেষ পর্যন্ত নতি স্বীকার করতে চলেছে মোদি সরকার? নাকি কাশ্মীর অন্য  কোনো খেলা রয়েছে মোদি সরকারের তা স্পষ্ট হয়ে যাবে আগামী ২৪ শে জুনের বৈঠকে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ