জেলা 

বজবজের ‘অন্ন মানুষ’ প্রজেক্টে লকডাউনে প্রতিদিন ৫০ জন মানুষের খাবারের ব্যবস্থা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : কোথাও একটা শুরু করতে হতো। 2nd lockdown র আগে থেকেই খবর আসছিলো।অনেকের চাকরি আর নেই, অনেকে পরিবারের কাছে লুকিয়ে গেছেন সে খবর। রেস্টুরেন্ট ছোটোখাটো দোকানে কাজ করা কিছু মানুষ একদমই রাস্তায় বেরিয়ে পড়েছেন কোথায় খাবার পাওয়া যাচ্ছে খোঁজ নিতে।

আমরা ( Smita & Debayan) দুজনে মিলে এক বেলা, দুপুরের খাবার এর ব্যবস্থা করবো বলে ঠিক করলাম। প্রজেক্ট এর নাম অন্ন -মানুষ। বজ বজে শুরু হলো কাজ । ৫০ জনের জন্য খাবার আয়োজন করা হলো, এলাকার শুভনুধ্যায়ী, বন্ধুরা ও আরো মানুষ এক কথায় সাহায্যের জন্য এগিয়ে এলেন । অন্ন – মানুষ প্রজেক্ট এ এর পর থেকে 50 জন মানুষ প্রতিদিন, lockdown ব্যাপী গত 20 দিন সময় আমাদের কাছে এসেছেন।

Advertisement

ওনাদের এভাবে সহজ করে আসতে পারার মধ্যে কোনো কুন্ঠা আমরা রাখতে দিই নি| বিপদের সময় হাত বাড়ানো টাই স্বাভাবিক কারণ কোথাও তো একটা শুরু করতে হতো |


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ