কলকাতা 

হাসিন জাহানের খোরপোশের আবেদন খারিজ করে দিল আলিপুর আদালত

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : হাসিন জাহানের খোরপোশের আবেদন আজ খারিজ করে দিল আলিপুর আদালত। এতে অনেকটাই স্বস্তি পেলেন ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি। তবে নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছেন হাসিন। হাসিনের আইনজীবী জ়াকির হোসেন বলেন, “আমরা উচ্চ আদালতে আপিল করব।”

আজ আদালতে মহম্মদ শামির আইনজীবী সেলিম রহমান দাবি করেন, হাসিন নিজেই এখন উপার্জন করছেন। তাই তাঁর খোরপোশের কোনও প্রয়োজন নেই। আদালত সূত্রে খবর, মডেলিং শুরু করেছেন হাসিন, এমন নথি শামির আইনজীবী আদালতে পেশ করেন। আদালতকে মহম্মদ শামির আইনজীবী জানান তিনি অভিনয় দুনিয়াতেও পা রাখতে চলেছেন। খুব শীঘ্রই বলিউডে তাঁকে দেখা যাবে।

Advertisement

একই সঙ্গে শামির আইনজীবী আদালতের কাছে যুক্তি এবং তথ্য পেশ করে হাসিনের খোরপোশ চাওয়ার যুক্তিহীনতা প্রমাণ করে দেন।হাসিন ও মহম্মদ শামির মধ্যে বিতর্ক তৈরি হওয়ার পরই শামি জানিয়ে দেন, আগের বিয়ের কথা লুকিয়ে তাঁকে বিয়ে করেছিলেন হাসিন। যা প্রতারণা করার সামিল।

আদালত সূত্রে খবর, শামির আইনজীবী যে ম্যারেজ সার্টিফিকেট আদালতে পেশ করেন, তাতে দেখা যাচ্ছে হাসিন নিজেকে অবিবাহিত বলেই ওই সার্টিফিকেটে দাবি করেছেন। এই সব তথ্য প্রমাণ দেখেই  বিচারক খারিজ করে দেন হাসিনের খোরপোশের আবেদন। বিষয়টি নিয়ে হাসিনের প্রতিক্রিয়া জানতে ফোন করা হয়েছিল তাঁকে। যদিও ফোন ধরেননি তিনি।সূত্রের খবর, প্রতি মাসে ৭ লাখ টাকা খোরপোশের আর্জি জানিয়ে আদালতে আবেদন করেছিলেন হাসিন। সঙ্গে মেয়ের পড়াশোনা সহ অন্যান্য খরচের জন্য প্রতি মাসে ৩ লাখ টাকা দাবি করেন তিনি। আজ বিচারক নেহা শর্মা হাসিনের খোরপোশের আবেদন খারিজ করে দেন। তবে মেয়ের জন্য শামিকে দিতে হবে মাসে ৮০ হাজার টাকা।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − sixteen =