প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানতে গিয়ে আক্রান্ত স্বামী অগ্নিবেশ
নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে যখন দেশজুড়ে জাতীয় শোক চলছে তখন্ও কিছু দুস্কৃতিকারীদের হাতে ফের আক্রান্ত হলেন স্বামী অগ্নিবেশ। শুক্রবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে শেষ শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় রাস্তায় তাঁকে নিগৃহ করা হয়েছে বলে স্বামী অগ্নিবেশ অভিযোগ করেছেন। তিনি আজ সকালে যখন দিল্লির বিজেপি অফিসের পাশ দাঁড়িয়ে যাচ্ছিলেন তখন কয়েকজন তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ। এনিয়ে দ্বিতীয়বার তাঁকে মারধর করা হল। এর আগে ঝাড়খণ্ডে তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী।
এবিষয়ে একটি ইংরাজি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অগ্নিবেশ জানান, “আমি বাজপেয়িজিকে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলাম। সেসময় একটি দল এসে আমার উপর হামলা চালায়। আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন আর ওরা সংখ্যায় বেশ কয়েকজন ছিল। তারা আমাদের মারধর করে, ঠেলাঠেলি করে আমার পাগড়ি নিয়ে টানাটানি করতে শুরু করে।” তিনি আরও বলেন, “মারধর করার পাশপাশি তারা আমাকে দেখে জঙ্গি, জঙ্গি বলেও চেঁচাচ্ছিল।”

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি ভ্যান। সেখানে থাকা পুলিশ কর্মীরাই স্বামী অগ্নিবেশকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু সেসময়ও অগ্নিবেশকে মারার চেষ্টা করে উত্তেজিত জনতা।