দেশ 

দ্বাদশ শ্রেণির ফলাফল কোন ভিত্তিতে শীর্ষ আদালতে কী জানাল কেন্দ্র ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল কীভাবে মূল্যায়ন করা হবে তা জানতে চেয়েছিল দেশের সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সেই পদ্ধতি বলে দিল  সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড (সিবিএসই) । জানা গেছে , আজ বৃহস্পতিবার শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল নিজে উপস্থিত থেকে জানিয়েছেন,তিরিশ শতাংশ ধরা হরে দশম শ্রেণির। একাদশ শ্রেণির নম্বর ধরা হবে ৩০ শতাংশ। আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণির। তার ভিত্তিতেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন হবে।  পাশাপাশি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।

তিনি আদালতকে আরও জানান, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে প্র্যাক্টিকাল থাকবে। অন্যান্য নম্বর যাই হোক না কেন, প্র্যাক্টিকালে থাকবে ১০০ নম্বর।একইসঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, যে পড়ুয়ারা সেই নম্বরে সন্তুষ্ট হবেন না, তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ