কলকাতা 

মঙ্গলবার থেকে পোস্তা ব্রিজ ভাঙার কাজ শুরু হল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিপর্যস্ত পোস্তা ব্রিজ ভাঙার কাজ শুরু হল মঙ্গলবার থেকে। উন্নতমানের যন্ত্র ব্যবহার করে চারপাশ ঘিরে দিয়ে সেতুটি ভাঙা হচ্ছে বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে। নজর রাখা হবে কোনভাবেই যাতে এলাকায় দূষণ না ছড়ায়। মোট চার ধাপে বিপর্যস্ত ব্রিজটি ভাঙার কাজ চলবে। প্রথম ধাপে ৪৫ দিনে ফ্লাইওভারের একটা অংশ ভাঙা হবে।

এই কাজ শেষ হলে পরবর্তী ধাপ কীভাবে ভাঙা হবে, তা বিশেষজ্ঞরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এই কাজের ফলে কোনওরকম দুর্ঘটনা যাতে না-ঘটে সেজন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

সূত্রের খবর, ব্রিজটি ভাঙার জন্য খরচ ধরা হয়েছে ১৫ কোটি টাকা। রাইটস-র তত্ত্বাবধানে এই কাজ চলছে। এদিন সকালে পুজো দিয়ে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ